Strand Road Fire LIVE: ৯ জনের দেহই সনাক্ত, দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ রাজ্যপালের
স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন।
LIVE
Background
কলকাতা: স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন। ৫-৬ জনের মৃত্যুর আশঙ্কা। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে গিয়ে ৫ থেকে ৬ জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৫-৬ জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা।
Strand Road Fire LIVE: অগ্নিদগ্ধ পূর্ব রেলের অফিস পরিদর্শনে বিজেপি নেতা-নেত্রীরা
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে। ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। এদিন অগ্নিদগ্ধ পূর্ব রেলের অফিস পরিদর্শনে যান বিজেপি নেতা রাহুল সিনহা ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
Strand Road Fire LIVE: দমকলকেই কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল
স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর দায় কার? রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে খবর পেয়েও দমকলের বিরুদ্ধেই দেরীতে আসার পাল্টা অভিযোগ রাজ্যপালের। দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ।
Strand Road Fire LIVE: ৯ জনের দেহই সনাক্ত
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ৯ জনের দেহই সনাক্ত। রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাসের দেহ সনাক্ত। এসএসকেএম-এর মর্গে দেহ সনাক্ত করেছে পরিবার। গতকালই ৮ জনের দেহ সনাক্ত করা হয়।
Strand Road Fire LIVE: চোখের জলে চিরবিদায় এএসআইকে
পুলিশের নিহত এএসআই অমিত ভাওয়ালকে লালবাজারে গান স্যালুট কলকাতা পুলিশের। কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডে নিহত হন হেয়ার স্ট্রিট থানার এই এএসআই।
Strand Road Fire LIVE: ঘটনাস্থলে সুজন
রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন না রেলের কোনও আধিকারিক।মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ঘটনাস্থলে আসেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি রেলের গাফিলতির পাশাপাশি, দমকলের উপযুক্ত পরিকাঠামো না থাকারও অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এখানে রাজনীতি করা উচিত নয়। ঘটনায় রেল ও রাজ্য- উভয়েরই গাফিলতি রয়েছে।