এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: ‘সব কা বিকাশের জায়গায় হচ্ছে সব কা বিনাশ’, মোদি সরকারকে ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
LIVE
Background
কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ময়দান থেকে মিছিল করবেন তিনি। দুপুর ১টায় মিছিল শুরু হওয়ার কথা। হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড, টি বোর্ডে হয়ে পোদ্দার কোর্টে যাবে মিছিল। সেখান থেকে লালবাজার, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে ডোরিনা ক্রসিংয়ে শেষ হবে মিছিল।
14:43 PM (IST) • 18 Dec 2019
সেই সঙ্গে জনগণকে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘ভুয়ো ভিডিও দেখে উত্তেজনা ছড়াবেন না।’
14:42 PM (IST) • 18 Dec 2019
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দলকে সামলান, নিয়ন্ত্রণে রাখুন। দেশের শান্তিরক্ষা আপনার কাজ’। মোদি সরকারের স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশ’কে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব কা বিকাশের জায়গায় হচ্ছে সব কা বিনাশ’!
14:40 PM (IST) • 18 Dec 2019
কেন্দ্রকে আক্রমণ করে মমতার তোপ, ‘বাংলার রেলস্টেশন কেন দেখবে বিজেপির প্রতিনিধিদল? স্টেশন দেখতে হলে দিল্লি যান’
14:38 PM (IST) • 18 Dec 2019
আধার বা ভোটার কার্ড কি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘না। ওই কার্ডগুলি নাগরিকত্ব প্রমাণ করে না। আধার তো নয়ই। কারণ আধার কার্ডের অন্য একটি উদ্দেশ্য রয়েছে। সেই জন্যই এনআরসি বানানোর দরকার রয়েছে।’’
এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আগুন জ্বালাবেন না, আগুন নেভান। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কেন বলছেন অমিত শাহ? একাধিক রাজ্য জ্বলছে, কেন স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলছেন? তবে আধার সংযুক্তিকরণের কথা কেন বলেছিলেন? ‘আধার চলবে না তো কি বিজেপির মাদুলি চলবে? প্রতিবাদ করলেই সবাই দেশদ্রোহী!’
14:32 PM (IST) • 18 Dec 2019
ডোরিনা ক্রসিং-এ পৌঁছে মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী।
তিনি বললেন, ‘নো এনআরসি, নো ক্যাব’ আন্দোলনে সবার উল্লেখযোগ্য ভূমিকা আছে। সোমবার থেকেই গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সুরে আজনও তিনি বলেন, ‘হিংসা চাই না বলেই পথে নেমেছি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট, আগুন জ্বালিয়ে হয় না। গণতান্ত্রিক আন্দোলন হয় রাস্তায় দাঁড়িয়ে’। সিএএ-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে, হয়েছে অবরোধ। অশান্তির আগুন ক্রমেই ছড়াচ্ছে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আটকে পড়া ট্রেনযাত্রীদের পাশে রয়েছে সরকার, আমরা অবরোধ করলে, বাচ্চাদের কী হবে? প্রতিবাদ কর, গান গাও, ছবি আঁক, অবরোধ নয়।’
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement