এক্সপ্লোর
Advertisement
জামিয়ায় গুলি: বরদাস্ত নয়, রেহাই পাবে না দোষী, ট্যুইট শাহের, দিল্লির আইনশৃঙ্খলা রক্ষা করুন, আবেদন কেজরিবালের
জামিয়ার পড়ুয়াদের ওপর গুলি চালানো ব্য়ক্তিকে এদিন বলতে শোনা গিয়েছে, ইয়ে লো আজাদি! হিন্দুস্তান জিন্দাবাদ, দিল্লি পুলিশ জিন্দাবাদ। এদিন সে যখন গুলি চালায়, ঘটনাস্থলে দিল্লি পুলিশকর্মীরা হাজির ছিলেন।এদিন রাজধানীতে মহাত্মা গাঁধীর ৭২-তম মৃত্য়ুবার্ষিকী উপলক্ষ্যে রাজঘাটে মিছিল করে যাওয়ার কর্মসূচি ছিল জামিয়ার পড়ুয়াদের।
নয়াদিল্লি: রাজধানীর জামিয়া এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদী পড়ুয়াদের নিশানা করে বন্দুকধারীর ব্যক্তির গুলিচালনার পর কেন্দ্র এ ধরনের ঘটনা কোনওমতেই বরদাস্ত করবে না, দোষী রেহাই পাবে না বলে আশ্বাস দিলেন অমিত শাহ। ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আজ জামিয়ার গুলিচালনার ঘটনা সম্পর্কে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। কেন্দ্রীয় সরকার এমন কোনও ঘটনা সহ্য করবে না। খুবই গুরুত্ব সহকারে বিচার করা হবে, অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
आज दिल्ली में जो गोली चलाने की घटना हुयी है उसपर मैंने दिल्ली पुलिस कमिश्नर से बात की है और उन्हें कठोर से कठोर कार्यवाही करने के निर्देश दिए हैं।
केंद्र सरकार इस तरह की किसी भी घटना को बर्दाश्त नहीं करेगी, इसपर गंभीरता से कार्यवाही की जाएगी और दोषी को बख्शा नहीं जायेगा।
— Amit Shah (@AmitShah) January 30, 2020
জামিয়ার পড়ুয়াদের ওপর গুলি চালানো ব্য়ক্তিকে এদিন বলতে শোনা গিয়েছে, ইয়ে লো আজাদি! হিন্দুস্তান জিন্দাবাদ, দিল্লি পুলিশ জিন্দাবাদ। এদিন সে যখন গুলি চালায়, ঘটনাস্থলে দিল্লি পুলিশকর্মীরা হাজির ছিলেন। শাদাব নজর নামে জামিয়ার মাস কমিউনিকেশনের এক ছাত্র তার গুলিতে হাতে আঘাত পেয়েছেন। তাঁকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিন রাজধানীতে মহাত্মা গাঁধীর ৭২-তম মৃত্য়ুবার্ষিকী উপলক্ষ্যে রাজঘাটে মিছিল করে যাওয়ার কর্মসূচি ছিল জামিয়ার পড়ুয়াদের। তার মধ্যেই ঘটে এই চাঞ্চল্যকর গুলিচালনার ঘটনা।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিচালনার বিরুদ্ধে কড়া অবস্থান প্রকাশের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল তাঁকে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা সুনিশ্চিত করার আবেদন করেছেন। তাঁর ট্যুইটে বলা হয়, কী হচ্ছে এসব দিল্লিতে? অবনতি হচ্ছে দিল্লির আইনশৃঙ্খলার। দয়া করে দিল্লির আইনশৃঙ্খলার দিকে নজর দিন।
ये दिल्ली में क्या हो रहा है? दिल्ली की क़ानून व्यवस्था बिगड़ती जा रही है। कृपया दिल्ली की क़ानून व्यवस्था को सम्भालिये https://t.co/jtBtDqncND
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement