এক্সপ্লোর
Advertisement
কোভ্যাক্সিনের ফেজ-৩ ট্রায়াল শুরু হতে চলেছে, প্রস্তাব জমা দিচ্ছে নয়াদিল্লি এইমস
‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সারা দেশের ২১টি হাসপাতালকে চিহ্নিত করেছে আইসিএমআর।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে ভারতে ‘কোভ্যাক্সিন’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের ‘ফেজ-৩’ শুরু হতে চলেছে। সূত্রের খবর, হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ২২ অক্টোবর ‘ফেজ-৩’ ট্রায়ালের অনুমোদন পেয়েছে। এবার নয়াদিল্লির এইমসের পক্ষ থেকে ইনস্টিটিউট অফ এথিক্স কমিটির কাছে এই ভ্যাকসিনের ‘ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু করার প্রস্তাব জমা দেওয়া হবে।
নয়াদিল্লি এইমসের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের প্রফেসর ড. সঞ্জয় রাই জানিয়েছেন, ‘দু-একদিনের মধ্যেই ফেজ-৩ ট্রায়ালের প্রস্তাব তৈরি করে ফেলা হবে। ইনস্টিটিউট অফ এথিক্স কমিটির অনুমোদনের জন্য শীঘ্রই পাঠানো হবে এই প্রস্তাব।’
‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সারা দেশের ২১টি হাসপাতালকে চিহ্নিত করেছে আইসিএমআর। তার অন্যতম নয়াদিল্লি এইমস। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ভুবনেশ্বরের একটি হাসপাতালে ‘কোভ্যাক্সিন’-এর ‘ফেজ-৩ ট্রায়াল’ শুরু হবে। এবার এইমসেও এই ট্রায়াল শুরু হতে চলেছে বলে জানা গেল।
আইসিএমআর ও ভারত বায়োটেক যৌথভাবে ‘কোভ্যাক্সিন’-এর ট্রায়াল চালাচ্ছে। স্বেচ্ছাসেবকদের শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কি না বা তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কি না, সেটা দেখছেন গবেষকরা। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আনার চেষ্টা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement