এক্সপ্লোর
শিল্পপতি বন্ধুদের সম্মতি না নিয়ে কোনও কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনে কৃষিঋণ মকুব, ছত্তীসগঢ়ে রাহুল
পাখানজোড় ও রাজনন্দনগাঁও: ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রমন সিংহকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, মোদী ও রমন তাঁদের শিল্পপতি বন্ধুদের মত না নিয়ে কোনও কাজই করতে পারেন না। ছত্তীসগঢ়ে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল।
ছত্তীসগঢ়ের কাঁকের জেলার পাখানজোড় শহরের পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে এক জনসভায় কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘দিল্লিতে মোদীজির ১০-১৫ জন শিল্পপতি বন্ধু আছেন। একইভাবে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীরও ১০-১৫ জন বড় ব্যবসায়ী বন্ধু আছেন। এই ১০-১৫ জন বন্ধুর অনুমতি না নিয়ে মোদীজি বা সিংহ কোনও কাজ করেন না। মোদীজি গত সাড়ে চার বছরে ১০-১৫ জন শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছেন। এই বিপুল অঙ্কের টাকায় ১০টি মনরেগা প্রকল্প বাস্তবায়িত করা যেত।’
এই জনসভা থেকে ফের রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, ‘সব নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা, দু’কোটি কর্মসংস্থান, কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি একটি প্রতিশ্রুতিও পালন করেননি। চৌকিদার ৩০ হাজার কোটি টাকা চুরি করতে দিয়েছেন। তাই তিনি আগে প্রতিটি বক্তৃতায় দুর্নীতি নিয়ে কথা বললেও, এখন আর একটি কথাও বলতে পারেন না।’ ছত্তীসগঢ়ে চিটফান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ আছে বলেও অভিযোগ করেছেন রাহুল।
রমনের কেন্দ্র রাজনন্দনগাঁওয়ে অন্য এক জনসভায় রাহুল বলেছেন, ‘ছত্তীসগঢ়ে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়কে পঞ্জাব ও হরিয়ানার মতো কৃষিতে উন্নত করে তোলা হবে। প্রতিটি জেলায় কৃষকদের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে গ্রামের যুবকদের কর্মসংস্থান হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement