ঐতিহাসিক ‘শাতো দ শঁতিয়ি’ প্রাসাদে এমানুয়েল মাক্রঁর সঙ্গে বৈঠক মোদির
এদিন মোদিকে শাতো দ শঁতিয়ির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন মাক্রঁ।
শঁতিয়ি(ফ্রান্স): ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করতে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ জড়িত একাধিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
A singular honour!
President @EmmanuelMacron warmly welcomed PM @narendramodi ahead of their meeting at the historic Chateau de Chantilly, one of the finest jewels of French cultural heritage. Both countries share a partnership defined by personal chemistry between the leaders pic.twitter.com/vO26xd1G0q — Raveesh Kumar (@MEAIndia) August 22, 2019
Scaling new heights of friendship!
PM @narendramodi and President @EmmanuelMacron held more than 90-minute long one-on-one meeting reviewing the entire gamut of our dynamic & multifaceted relationship. Our strategic partnership is a very important pillar of our foreign policy. pic.twitter.com/5lrG1Vrnsx — Raveesh Kumar (@MEAIndia) August 22, 2019
এদিন ফ্রান্সের রাজধানী প্যারিসের ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত সেদেশের অন্যতম সেরা প্রাসাদ শাতো দ শঁতিয়ি-তে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মোদি। তার আগে টুইটে প্রধানমন্ত্রী বলেন, ফরাসি নেতৃত্বের সঙ্গে আগের সফরে যে সম্পর্ক তৈরি হয়েছিল, তাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আমি নিশ্চিত যে, এই সফরে ফ্রান্সের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ও মূল্যবান বন্ধুত্বকে আরও উন্নত করতে সাহায্য করবে, যাতে দ্বিপাক্ষিক সমৃদ্ধি, শান্তি ও উন্নয়ন ঘটে।
Landed in France, marking the start of a key bilateral visit. India and France enjoy extremely friendly ties and have been working together bilaterally and multilaterally for years. This visit will add to the ground covered during previous interactions with the French leadership. pic.twitter.com/iYQJa4allB
— Narendra Modi (@narendramodi) August 22, 2019
এদিন মোদিকে শাতো দো শঁতিয়ির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন মাক্রঁ। প্রথমে দুই রাষ্ট্রনেতা একান্তে বৈঠক করেন। পরে প্রতিনিধিদলের বৈঠক হয়। এর আগে, শার্ল দ গল বিমানবন্দরে মোদিকে লাল-গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেদেশের ইউরোপ ও বিদেশ-বিষয়ক মন্ত্রী জঁ-ইভ লদ্রিয়াঁ। বিদেশমন্ত্রকের মুখপাত্র টুইটারে সেই কথা জানান।
In France, look forward to holding talks with President @EmmanuelMacron and PM Philippe. There would be interactions with the Indian diaspora and a memorial for Indian victims of two Air India crashes in France in the 1950s and 1960s would be dedicated. @gouvernementFR
— Narendra Modi (@narendramodi) August 22, 2019
দুদিনের ফ্রান্স সফরে মোদি ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদি। পাশাপাশি, সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি সম্মেলনেও অংশ নেবেন। পাশাপাশি, পাঁচ ও ছয়ের দশকে ফ্রান্সে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহত ভারতীয়দের শ্রদ্ধার্ঘ্যে একটি স্মৃতিসৌধের উদ্বোধন করার কথা মোদির।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তিন-দেশের সফর শুরু করেন মোদি। প্রথম গন্তব্য ফ্রান্স। এরপর সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিনেও যাবেন তিনি। আমিরশাহিতে তাঁকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ জায়েদ প্রদান করবেন সেদেশের সরকার। সেখানে আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। একইসঙ্গে সেদেশে রুপে কার্ডের উদ্বোধনও করবেন।
In UAE, there would be comprehensive talks with His Highness the Crown Prince of Abu Dhabi, Sheikh Mohammed bin Zayed Al Nahyan. The Crown Prince and I would be releasing a stamp to mark Bapu’s 150th Jayanti. The RuPay card will also be launched, which would help many.
— Narendra Modi (@narendramodi) August 22, 2019
সেখান থেকে বাহরিনে পৌঁছে রাজা শেখ হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠক করার পাশে সেখানে শ্রীনাথজি মন্দিরের পুনর্নির্মানের সূচনা করে ফের ফ্রান্সে ফিরে রবিবার জি-৭ গোষ্ঠী সম্মেলনে যোগ দেবেন।
In Bahrain there would be interactions with the Indian diaspora. It would be an honour for me to be present at the special ceremony marking the re-development of the temple of Lord Shreenathji, among the oldest temples in the Gulf region
— Narendra Modi (@narendramodi) August 22, 2019
My visit to the Kingdom of Bahrain would be the first ever Prime Ministerial visit to the Kingdom. I look forward to meeting Prime Minister His Royal Highness Prince Shaikh Khalifa bin Salman Al Khalifa and His Majesty the King of Bahrain Shaikh Hamad bin Isa Al Khalifa.
— Narendra Modi (@narendramodi) August 22, 2019