এক্সপ্লোর
‘ওম’, ‘গরু’ শুনলেই কিছু লোক ভাবেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাবে! এটা দুর্ভাগ্যজনক, বললেন মোদি, সমালোচনা বিরোধীদের
তিনি আরও বলেন, গত ১০০ দিনে আমরা অভূতপূর্ব কাজ করেছি। আমার বিশ্বাস, দেশের উন্নয়নে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এখন গোটা দুনিয়া পরিবেশ সংরক্ষণ ও গাছপালা, বৃক্ষরাজি বাঁচানোর জন্য রোল মডেলের খোঁজ করছে, কিন্তু ভারতের সামনে ‘অনুপ্রেরণা’ হিসাবে রয়েছেন ভগবান কৃষ্ণ।
![‘ওম’, ‘গরু’ শুনলেই কিছু লোক ভাবেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাবে! এটা দুর্ভাগ্যজনক, বললেন মোদি, সমালোচনা বিরোধীদের PM Modi: Some people think Om and cow will take country back to 16th century ‘ওম’, ‘গরু’ শুনলেই কিছু লোক ভাবেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাবে! এটা দুর্ভাগ্যজনক, বললেন মোদি, সমালোচনা বিরোধীদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/09/11131253/PMMODI.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মথুরা: ‘ওম’, ‘গরু’ শব্দগুলি শুনলেই কিছু মানুষের মনে ভয় হয়, দেশ বুঝি ষোড়শ শতাব্দীতে ফিরে যাবে! এটা দুর্ভাগ্যজনক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এখানে স্বচ্ছতা হি সেবা, ২০১৯, ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিস কন্ট্রোল ও ন্যাশনাল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পশুখাদ্য, পর্যটন ও রাস্তা নির্মাণ সংক্রান্ত উত্তরপ্রদেশ সরকারের ১৬টি প্রকল্পও চালু করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্যেই তিনি বলেন, দেশের কাছে এটা দুর্ভাগ্যের ব্যাপার যে, কিছু মানুষের মাথার চুল ওম, গরু-এসব শব্দ শুনলেই খাড়া হয়ে যায়। তাঁরা ভাবেন, দেশ ১৬-তম শতকে পিছিয়ে যাবে। এমন জ্ঞান! যারা দেশকে ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ, তারা কোনও চেষ্টাই বাকি রাখেনি।
তিনি আরও বলেন, গত ১০০ দিনে আমরা অভূতপূর্ব কাজ করেছি। আমার বিশ্বাস, দেশের উন্নয়নে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন গোটা দুনিয়া পরিবেশ সংরক্ষণ ও গাছপালা, বৃক্ষরাজি বাঁচানোর জন্য রোল মডেলের খোঁজ করছে, কিন্তু ভারতের সামনে ‘অনুপ্রেরণা’ হিসাবে রয়েছেন ভগবান কৃষ্ণ।
এনসেফালাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেন মোদি। বলেন, যোগী আদিত্যনাথ সারা জীবন এনসেফালাইটিসের মোকাবিলা করে সংসদ ও দেশের দৃষ্টি তার দিকে টেনেছেন। যদিও কিছু মুষ্ঠিমেয় স্বার্থান্বেষী গোষ্ঠী ওই রোগে শিশুমৃত্যুর জন্য তাঁর সরকারকে আক্রমণ করেছে। কিন্তু তাতে যোগীজীর মনোবল ভাঙেনি, তিনি কাজ করে গিয়েছেন।
তবে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
তাঁদের বক্তব্য, গরুর নাম করে যখন মানুষ মারা, সংবিধান লঙ্ঘন করা হয়, তখন প্রধানমন্ত্রীর সাবধান হওয়া উচিত। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, প্রধানমন্ত্রীর যখন দেশের অর্থনীতির হাল নিয়ে মতামত জানানোর কথা, তখন কেন ‘ওম’, ‘গরু’র মতো ইস্যু তুলছেন! যখন গরু, ভগবানকে সামনে রেখে দেশব্যাপী অবাধে গণপিটুনি চলছে, তখন তিনি এসব বলছেন। দেশের প্রধানমন্ত্রীর মতো আচরণ করা উচিত ওনার। বিরোধীদের তোপ না দেগে আসল ইস্যু নিয়ে কথা বলুন, বেকারি সমস্যা মেটান উনি!
আসাদুদ্দিন ওয়েইসির কটাক্ষ, তবরেজ, পেহলু খান, আখলাক যখন গণপিটুনিতে মারা যায়, তখন প্রধানমন্ত্রীর ভাবা উচিত, ‘আমার দেশে এসব কী চলছে!’
এনসিপি-র মজিদ মেমন বলেন, মোদি একটি ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী। উনি ধর্মগুরু নন, যখন তখন ধর্মীয় বিষয় টেনে আনা শোভা পায় না তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)