প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজে আপনার ভাগ কত?
শতাংশের বিচারে গুগলে সবচেয়ে বেশি সার্চ এই প্রশ্নেরই।
কলকাতা: করোনা মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে এই আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন ঘোষিত আর্থিক প্যাকেজের সঙ্গে এই নতুন প্যাকেজ যোগ করলে মোট অঙ্কটা হয় প্রায় ২০ লক্ষ কোটি টাকা। যা দেশের জিডিপি-র ১০ শতাংশ।
প্রধানমন্ত্রীর এই বিপুল প্যাকেজ ঘোষণার পর আজ বুধবার সাংবাদিক বৈঠক করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে সকালে প্রধানমমন্ত্রীর এই ঘোষিত প্যাকেজের ধাক্কায় চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। নরেন্দ্র মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত। যদিও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কথায়, কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ ‘হেডলাইন ও ফাঁকা পাতা’। এত টাকা কোথা থেকে আসবে, প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি। এদিন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা যেমন বলেন, “১৩০ কোটির ভারতে এই আর্থিক প্যাকেজে প্রতিজনে বরাদ্দ দাঁড়াবে এক হাজার ৩০০ টাকা। সরকার যে দেশের প্রতিটি বর্গের মানুষের কথা ভাবছে সে বিষয়ের খুঁটিনাটিই আজ জানাবেন নির্মলা সীতারমণ।”
এরই মধ্যে গুগল সার্চে ট্রেন্ড করতে শুরু করেছে ‘২০ লক্ষ কোটি’। কাল থেকেই জনপ্রিয় সার্চ ইঞ্জিনে একাধিক প্রশ্ন এসেছে। আজও সেই ধারা অব্যাহত। তারমধ্যে সবথেকে বেশি সার্চ হওয়া একটি প্রশ্ন হল, ২০ লক্ষ কোটি টাকায় দুইয়ের পিছনে কটি শূন্য থাকে? গুগল সার্চের শতাংশের বিচারে সবচেয়ে বেশি সার্চ হয়েছে, এই আর্থিক প্যাকেজের জনপ্রতি বিভাজন কত? অর্থাৎ প্রতি নাগরিকের জন্য কত টাকা থাকছে এই প্যাকেজে। আজ রাহুল সিনহা সেই প্রসঙ্গে বলেন, ‘এই প্যাকেজে হাজার ৩০০ টাকার ওপরে জনপ্রতি বিভাজন হবে’। অন্য আরেকটি প্রশ্নে যেখানে ২০ লক্ষ কোটিতে শূন্যের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, তার উত্তর ১৩। অর্থাৎ ২০ লক্ষ কোটিতে ১৩ টি শূন্য থাকে।