এক্সপ্লোর
Advertisement
ডিভোর্স হচ্ছে নিক-প্রিয়ঙ্কার? অস্বীকার প্রিয়ঙ্কা ঘনিষ্ঠদের
মুম্বই: বিয়ে হয়েছে ডিসেম্বরের শুরুতে। আর ৫ মাস কাটতে না কাটতেই নাকি বেজে উঠেছে নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্কের বিসর্জনের বাদ্যি! এক আন্তর্জাতিক ট্যাবলয়েড দাবি করেছে, প্রিয়ঙ্কার মেজাজের সঙ্গে কিছুতেই তাল মিলিয়ে চলতে পারছেন না নিক। তাঁদের নাকি ডিভোর্স হতে পারে।
যদিও প্রিয়ঙ্কা ঘনিষ্ঠরা অস্বীকার করেছেন এই রিপোর্ট।
ওই ট্যাবলয়েডের বক্তব্য, নিকের পরিবার চাইছে এই সম্পর্ক দ্রুত শেষ হোক। কারণ প্রিয়ঙ্কা-নিকের মোটেই বনছে না, তা সে কাজ হোক বা পার্টি করা অথবা এক সঙ্গে সময় কাটানো। প্রিয়ঙ্কার সঙ্গে আলাপের অল্পদিন পরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন, অথচ তখনও তাঁদের ভাল করে পরস্পরকে চেনাই হয়নি। নিক ভেবেছিলেন, প্রিয়ঙ্কার মাথা ভীষণ ঠাণ্ডা কিন্তু দেখা যাচ্ছে, তাঁর মাথা যেমন গরম তেমনই তিনি নিককে সারাক্ষণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সব নিয়ে অশান্তি তাঁদের নিত্য সঙ্গী, সম্পর্ক এখন সরু সুতোয় ঝুলছে।
প্রিয়ঙ্কার জনসংযোগ কর্মীরা অবশ্য এই খবর ফালতু বলে উড়িয়ে দিয়েছেন। ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে অভিযোগ, এর আগেও তারা বেশ কয়েকটি ভুয়ো খবর দিয়েছে।
নিক-প্রিয়ঙ্কা এখন মিয়ামিতে, ছুটি কাটাচ্ছেন তাঁরা। সেখান থেকে পোস্ট করছেন একের পর এক ছবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement