এক্সপ্লোর
Advertisement
৮ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে পাবজির নয়া সংস্করণ ১.০
এই উন্নত সংস্করণ নতুন যুগের সূচনা করবে বলেও মনে করছেন পাবজিপ্রেমীরা।
নয়াদিল্লি: পাবজি মোবাইল নিয়ে উন্মাদনা গোটা বিশ্বে। পাবজি-র নেশায় পড়ে প্রাণ যাওয়ার ঘটনাও নেহাত কম নয়। সেই পাবজি মোবাইলে আসছে উন্নত সংস্করণ ১.০। ৮ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নয়া সংস্করণ।
এই উন্নত সংস্করণ নতুন যুগের সূচনা করবে বলেও মনে করছেন মোবাইলপ্রেমীরা। এই সংস্করণ প্রকাশ্যে আসার আগেই তার যে সমস্ত বৈশিষ্ট্যের কথা জানা গিয়েছে, তাতে রীতিমতো উত্তেজিত পাবজিপ্রেমীরা। এই সংস্করণ প্রকাশিত হলে ভিস্যুয়াল, গ্রাফিক্স, পারফরম্যান্স, ফ্রেম রেট, আমুল পরিবর্তন আসতে চলেছে। খেলার পরিবেশ, চরিত্র সহ গোটা বিষয়টি অনেক উন্নতমানের হবে। যাতে বাস্তবতার অনুভুতিটা আরও বেশি হবে বলেই জানাচ্ছে গেম প্রস্তুতকারী সংস্থা। স্মোক মাজল ফ্ল্যাশেশ, এয়ার-ব্লাস্টস, পার্টিকলসের সঙ্গে আদানপ্রদানের বিষয়টি বহুগুণ উন্নত হবে। আলোর যে এফেক্ট এতদিন পাওয়া যেত, পরিবর্তন আসছে তাতেও। শেডিং কোয়ালিটি ও লাইট ট্রান্সমিশনে এফেক্ট আরও মনোগ্রাহী হচ্ছে।
Higher FPS, lower latency - Version 1.0 has it all! 🎁
Check out all the Version 1.0 New Era details here! 👉 https://t.co/FVO8BirOlf pic.twitter.com/heGR2mB2Si
— PUBG MOBILE (@PUBGMOBILE) August 24, 2020
তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই নতুন ভার্সনকে। গেম, সোশ্যাল ও স্টোর তিনটি ভাগ থাকছে। বাপজি মোবাইল ওয়ার্ল্ড লিগ, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একসঙ্গে মিলে গিয়ে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হয়ে উঠছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement