এক্সপ্লোর
পদত্যাগপত্র প্রত্যাহার করছেন না রাহুল, নয়া সভাপতি নির্বাচন করবে কংগ্রেস! খবর সূত্রের
সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই দক্ষিণ ভারত থেকে কাউকে সভাপতি করা হতে পারে।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গাঁধী। দলীয় নেতারা অবশ্য তাঁকেই সভাপতি পদে থেকে যাওয়ার আর্জি জানান। কিন্তু কংগ্রেস সূত্রে খবর, রাহুল পদত্যাগপত্র প্রত্যাহার করেননি। ফলে তাঁর বদলে অন্য কাউকে কংগ্রেস সভাপতি করা হতে পারে। কংগ্রেস সূত্রে আরও জানা গিয়েছে, আগামীকাল কেরল সফর শেষ করে নয়াদিল্লি ফেরার কথা রাহুলের। এরপরেই কংগ্রেস সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহুল যদি এই পদে থাকতে না চান, তাহলে সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই দক্ষিণ ভারত থেকে কাউকে সভাপতি করা হতে পারে। এছাড়া দলে তরুণ নেতাদের গুরুত্ব বাড়ানো হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















