এক্সপ্লোর
Advertisement
হরিয়ানায় উচ্চবর্ণের ভোট টানার কৌশল? কংগ্রেসের রক্তে ব্রাহ্মণ সমাজের ডিএনএ, বললেন সুরজেওয়ালা
নয়াদিল্লি: ভোট যত এগিয়ে আসছে রাজনীতি ততই উন্নয়ন ও সুশাসনের ইস্যু থেকে সরে গিয়ে ধর্ম ও জাতপাতের পথ ধরছে। বিজেপির বিরুদ্ধে ধর্ম ও জাতপাত নিয়ে রাজনীতির অভিযোগ করে কংগ্রেস।এবার সেই কংগ্রেসই 'ব্রাহ্মণ তাস' খেলল। হরিয়ানায় ব্রাহ্মণ সম্মেলনে যোগ দিলেন কংগ্রেস নেতা রণদীর সুরজেওয়ালা। শুধু তাই নয়, তিনি বললেন, কংগ্রেস এমন একটি দল যার রক্তে ব্রাহ্মণদের ডিএনএ রয়েছে। আরও একধাপ এগিয়ে তিনি ব্রাহ্মণদের জন্য সংরক্ষণের কথাও বলেছেন।
ব্রাহ্মণ সম্মেলনের মঞ্চে সুরজেওয়ালা বলেছেন, ‘আমার এক সঙ্গী আমাকে জিজ্ঞাসা করলেন, রাহুল গাঁধী ছবি ও কংগ্রেসের পতাকা নিয়ে ব্রাহ্মণ সম্মেলনের আয়োজন কেন করা হচ্ছে? আমি বললাম, একদিন এই মঞ্চেই ওই প্রশ্নের জবাব দেব। কংগ্রেস এমন একটি দল, যার রক্তে রয়েছে ব্রাহ্মণ সমাজের ডিএনএ’।
সুরজেওয়ালা ব্রাহ্মণ সমাজের ভোটও প্রার্থনা করেছেন। তিনি আরও ঘোষণা করেছেন, হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ব্রাহ্মণদের উন্নয়নের জন্য বোর্ড গঠন করা হবে। তিনি আরও বলেছেন, কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় এলে ব্রাহ্মণদের জন্য সংরক্ষণের চেষ্টাও করা হবে।
হরিয়ানার মনোহরলাল খট্টর সরকারের বিরুদ্ধে ব্রাহ্মণদের অপমান করার অভিযোগও এনেছেন সুরজেওয়ালা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement