এক্সপ্লোর
Advertisement
রাজধানীতে বানচাল বড়সড় নাশকতার ছক, আইডি সহ গ্রেফতার আইএস জঙ্গি, টার্গেটে ছিলেন প্রভাবশালী কেউ
রাত সোয়া ১১টা নাগাদ অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেনাবাহিনীর স্কুলের সামনে পাঁচ রাউন্ড গুলি চলে। আইএস জঙ্গি তিন রাউন্ড গুলি চালায়।
নয়াদিল্লি: রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল। আইইডি ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার আইএসের শীর্ষস্থানীয় জঙ্গি। ধৌলা কুঁয়া এলাকায় সেনাবাহিনীর স্কুলের সামনে চলে পাঁচ রাউন্ড গুলির লড়াই। দুটি প্রেশার কুকারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গির নিশানায় ছিলেন দিল্লির কোনও প্রভাবশালী ব্যক্তি। লোন উল্ফ কায়দায় হামলার ছক, দাবি পুলিশের। আরও ২ জঙ্গি পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি। দিল্লি পুলিশ সূত্রে খবর, হামলা চালানোর উদ্দেশ্যে আগেই বেশ কয়েকটি এলাকায় রেকি করে জঙ্গিরা। সংঘর্ষস্থলে এনএসজি ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত সোয়া ১১টা নাগাদ অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেনাবাহিনীর স্কুলের সামনে পাঁচ রাউন্ড গুলি চলে। মোটরবাইকে সওয়ার আইএস জঙ্গি তিন রাউন্ড গুলি চালায়। তাকে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম আবু ইউসুফ। পুলিশ সূত্রে খবর, আইএসআইএসের এই শীর্ষস্থানীয় জঙ্গি উত্তরাখণ্ডের বলরামপুরের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আইইডি ও আগ্নেয়াস্ত্র। তার মধ্যে রয়েছে ৩০ এমএম বোরের পিস্তল এবং কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও গাজিয়াবাদের নম্বর প্লেট লাগানো মোটরবাইক এবং মোবাইল। নাশকতার উদ্দেশ্যে চোরাই বাইক ব্যবহার নাকি, পুরনো বাইক কেনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তরাখণ্ড ও দিল্লি এনসিআরের বেশ কয়েকটি জায়গায় চলছে তল্লাশি। পুলিশকে বিভ্রান্ত করার জন্য ধৃত জঙ্গি নিজের ছয়টি ঠিকানা বলেছেন বলেও পুলিশ সূত্রে খবর।
দিল্লিতে জঙ্গি নাশকতার আশঙ্কায় আগে থেকেই সতর্কতা জারি রয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে পাকিস্তান থেকে তিন জঙ্গির ভারতের ভেতরে ঢুকে পড়ার তথ্য জানানো হয়েছিল। গোয়েন্দা সংস্থা সূত্রে সতর্ক করা হয়েছিল যে, কোনও ভিআইপি-কে নিশানা ও বড়সড় বিস্ফোরণ ঘটানোই এই জঙ্গিদের লক্ষ্য।
জানা গেছে, রাজধানীতে জঙ্গিদের নিশানায় ছিলেন কোনও প্রভাবশালী ব্যক্তি।যদিও ওই ব্যক্তির নাম জানা যায়নি। পুলিশ ধৃত জঙ্গিকে জেরা করছে। জানার চেষ্টা চলছে, ধৃতের সঙ্গীরা কোন জায়গায় রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement