এক্সপ্লোর
স্কুল পড়ুয়াদের ১০০০ ছাতা বিলি করলেন তামিলনাড়ুর শিক্ষিকা
বৃষ্টির দিন দরিদ্র পরিবারের পড়ুয়ারা স্কুলে আসতে পারে না। কারণ, তাদের ছাতা নেই। এই অসুবিধা দূর করতে এগিয়ে এলেন তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি দরিদ্র পরিবারগুলির ১০০০ পড়ুয়ার হাতে তুলে দিলেন ছাতা।
মাদ্রাজ: বৃষ্টির দিন দরিদ্র পরিবারের পড়ুয়ারা স্কুলে আসতে পারে না। কারণ, তাদের ছাতা নেই। এই অসুবিধা দূর করতে এগিয়ে এলেন তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি দরিদ্র পরিবারগুলির ১০০০ পড়ুয়ার হাতে তুলে দিলেন ছাতা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভেদারন্যম শহরের নিকটবর্তী আনদারকাড়ু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বসন্ত চিত্রাভেলু বলেছেন, আমার স্কুল যে জায়গায় সেখানে বহু পরিবারই আর্থিকভাবে দুর্বল। বেশিরভাগ পড়ুয়ার বাবা-মা সাফাইকর্মী ও মালবাহকের কাজ করেন। গত বছর এই এলাকা ঘূর্ণিঝড় গাজায় বিধ্বস্ত হয়ে পড়েছিল। ফলে বাবা-মারা তাঁদের সন্তানদের বৃষ্টির জন্য প্রয়োজনীয় সামগ্রী দিতে অপারগ। সেজন্য জেলার স্কুল পড়ুয়াদের ছাতা বিলি করার সিদ্ধান্ত নিয়েছি।
বসন্ত বলেছেন, ছাতা বা বর্ষাতি না থাকার জন্য পড়ুয়ারা স্কুলে আসতে পারে না। এরফলে তাদের পড়াশোনায় ক্ষতি হয়। তিনি বলেছেন, আমার স্কুলে পড়ুয়াদের পড়িয়ে আমি গত ২৮ বছর ধরে আয় করছি। আমার মাইনে দিয়ে শিশুদের জন্য কিছু করার কথা ভাবি এবং পড়ুয়াদের ছাতা বিলি করার সিদ্ধান্ত নিই। শুধু আমার স্কুলের পড়ুয়াদেরই নয়, ঘূর্ণিঝড় গাজা-র ফলে ক্ষতিগ্রস্ত শিশুদের ছাতা দেওয়ার সিদ্ধান্ত নিই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement