এক্সপ্লোর
উত্তর প্রদেশের মাওতে সিলিন্ডার বিস্ফোরণ, বাড়ি ধসে মৃত অন্তত ১৫
পাশের বাড়িটিও বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

নয়াদিল্লি: উত্তর প্রদেশের মাওতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অন্তত ১৫ জনের মৃত্যু হল। মাওয়ের মহম্মদাবাদ এলাকায় একটি দোতলা বাড়িতে আজ ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে বাড়িটি ধসে পড়ে, ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন। পাশের বাড়িটিও বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন, সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারকে। জেলা শাসক, এসপি ও অন্যান্য অফিসারদের ত্রাণ কার্যে হাত লাগাতে নির্দেশ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















