এক্সপ্লোর
Advertisement
কাঁচা খেলোয়াড়, নভিস! গরিব পরিবারের পাশে দাঁড়িয়েছিল, ছেলে আকাশের পক্ষে সওয়াল কৈলাসের
কৈলাসের দাবি, কোনও গৃহনির্মাতা নয়, আকাশ একটি গরিব পরিবারের পক্ষে দাঁড়িয়ে বাড়ি ভাঙার বিরোধিতা করেছে। ওদের বাড়ি ভাঙা পড়তে যাচ্ছিল। তবে আমি মনে করি, আমার বিধায়ক-পুত্র ও পুরপ্রশাসন, দুপক্ষই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে।
ইন্দোর: কাঁচা খেলোয়াড়, নভিস! ছেলে আকাশ বিজয়বর্গীয় সম্পর্কে এমনই অভিমত কৈলাস বিজয়বর্গীয়র। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ পুরনিগমের অফিসার ধীরেন্দ্র সিংহ বৈশকে ক্রিকেট ব্যাটের বাড়ি মেরে গত বুধবার গ্রেফতার হন। ইন্দোরে একটি ভগ্নদশায় থাকা বাড়ি ভাঙতে গিয়ে আকাশের হাতে আক্রান্ত হন বৈশ ও পুরকর্মীরা। পরে জামিও পান আকাশ। তবে আকাশ ও পুর প্রশাসন, দুপক্ষকেই ‘কাঁচা খেলোয়াড়’ বলেছেন কৈলাস। সেদিনের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তা এড়ানো যেত বলেও মনে করছেন তিনি। এদিন আকাশ, কৈলাশ-দুজনেই পরদেশিপুরায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন।
টিভি ফুটেজে ইন্দোর-৩ বিধানসভা এলাকার বিধায়ক আকাশকে জীর্ণ দশায় থাকা বাড়িটি ভাঙায় বাধা দিয়ে পুরকর্মীদের পেটাতে দেখা যায়। রবিবার জামিন পান তিনি। তাঁকে রীতিমতো বীরের সম্মান দিয়ে জেলের বাইরে থেকে নিয়ে যান বিজেপি কর্মীরা। কৈলাসের দাবি, কোনও গৃহনির্মাতা নয়, আকাশ একটি গরিব পরিবারের পক্ষে দাঁড়িয়ে বাড়ি ভাঙার বিরোধিতা করেছে। ওদের বাড়ি ভাঙা পড়তে যাচ্ছিল। তবে আমি মনে করি, আমার বিধায়ক-পুত্র ও পুরপ্রশাসন, দুপক্ষই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে।
বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস আরও বলেছেন, ইস্যুটা নিয়ে আর হইচই করতে চাই না। এমন বিতর্কের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়, সবার এজন্য উদ্বেগ থাকা উচিত।
সেদিনের ঘটনার আগে পুরকর্তারা তাঁর ছেলের ফোন তোলেননি বলে দাবি করে কৈলাস বলেন, ওদেরও উদ্ধত হওয়া উচিত নয়। অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজনৈতিক ঘৃণাবশতঃ বিজেপি নেতাদের হেনস্থা করছে। কৈলাস বলেন, মধ্যপ্রদেশে বরাবর শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সৌজন্য বজায় থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী কমলনাথের জমানায় এই প্রথম রাজনৈতিক বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা হচ্ছে। পুলিশ, প্রশাসনের অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের জালে জড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে সব দলের জনপ্রতিনিধিদের সম্মান করতে বলা।
বর্ষার সময় বেহাল দশায় থাকা বাড়ি ভাঙা উচিত নয় বলেও অভিমত জানান কৈলাস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement