এক্সপ্লোর
Advertisement
ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় মিশেলের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল
নয়াদিল্লি: অগুস্তাওয়েস্টল্যান্ড ভিভিআই চপার দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দালাল ক্রিশ্চিয়ান মিশেলের সিবিআই হেফাজতের মেয়াদ চার দিন বাড়ল। আজ দিল্লির একটি আদালত এই নির্দেশ দিয়েছে। বিচারপতি অরবিন্দ কুমার বলেছেন, ‘তথ্য-প্রমাণ ও পরিস্থিতি বিচার করে আমার মনে হচ্ছে, অভিযুক্তর আরও চার দিনের হেফাজতের নির্দেশ দেওয়া উচিত। আমি সেই নির্দেশই দিচ্ছি।’
মিশেলকে সংযুক্ত আরব আমিরশাহীতে গ্রেফতার করা হয়। তাকে এ মাসের ৪ তারিখ ভারতে নিয়ে আসা হয়। তাকে আদালতে পেশ করা হলে দু’দফায় পাঁচ দিন করে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আজ তাঁকে ফের আদালতে পেশ করা হলে আরও পাঁচ দিনের হেফাজতের আর্জি জানায় সিবিআই। বিচারপতিকে সিবিআই-এর আইনজীবী জানান, মিশেলকে এই মামলার বিভিন্ন বিষয়ে জেরা করতে হবে। তাকে মুম্বইয়ে পবনহংস সংস্থার দফতরেও নিয়ে যেতে হবে। মিশেলের আইনজীবী পাল্টা দাবি করেন, ইতিমধ্যেই হেফাজতের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। মিশেলের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই আর মেয়াদ বাড়ানো উচিত নয়। তবে বিচারপতি দু’পক্ষের বক্তব্য শুনে মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement