করোনিল কী? কীভাবে কাজ করবে? কোথায় পাওয়া যাবে? জানুন...
যোগগুরু রামদেব ও পতঞ্জলি সংস্থার দাবি, করোনিল হল করোনা চিকিৎসার প্রথম প্রমান-ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ
নয়াদিল্লি: মঙ্গলবার দেশের প্রথম চিকিৎসাগতভাবে ট্রায়াল অনুমোদিত করোনাভাইরাসের আয়ুর্বেদিক ওষুধ 'করোনিল'-এর প্রকাশ করল হবিদ্বার স্থিত পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট।
করোনিল কী?
যোগগুরু রামদেব ও পতঞ্জলি সংস্থার দাবি, করোনিল হল করোনা চিকিৎসার প্রথম প্রমান ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ। জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের সঙ্গে যৌথ উদ্য়োগে এই ওষুধ তৈরি করেছে পতঞ্জলি। করোনাভাইরাসের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে নিরন্তর কাজ করেছেন অন্তত ৫০০ গবেষক।
চিকিৎসাগতভাবে অনুমোদিত গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করোনিল, যার পরীক্ষামূলক প্রয়োগ করা হয় দিল্লি, আমদাবাদ, মেরঠ সহ ভারতের বিভিন্ন শহরের চিকিৎসারত করোনা রোগীদের ওপর।
করোনিল-এর ট্রায়াল ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে যোগগুরু রামদেব বলেন, প্ররীক্ষামূলক প্রয়োগের সময় মাত্র তিন দিনে ৬৯ শতাংশ আক্রান্ত সম্পূর্ণ আরোগ্য়লাভ করেন। সাত দিনে আরোগ্য লাভ করেন ১০০ শতাংশ আক্রান্ত।
ভারতের ক্লিনিকাল ট্রায়াল রেজিস্ট্রির- অনুমোদন ও নজরদারিতে চালানো হয় এই প্রয়োগ। এটি হল করোনাভাইরাসের প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা।
রামদেব দাবি করেন, পরীক্ষামূলক প্রয়োগের মৃত্যুর হার শূন্য শতাংশ। ১০০ শতাংশ রোগী মাত্র সাত দিনে পূর্ণ আরোগ্য লাভ করেন। রামদেব আরও দাবি করেন, করোনিল সেবনে ৩-৭ দিনে করোনা সংক্রমণ কেবলমাত্র নিয়ন্ত্রিত হবে তাই নয়, রোগী সম্পূর্ণ সেরে উঠবেন। তিনি জানান, এই ওষুধে গিলোই, অশ্বগন্ধা, তুলসী সহ বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান ও খনিজ পদার্থ রয়েছে।
করোনিল কীভাবে কাজ করবে?
করোনিল কিট-এ রয়েছে তিনটি ওষুধ। এর মধ্যে ২টি ট্য়াবলেট আকারে ও একটি তরল। জানানো হয়েছে, করোনিল শরীরের শ্বাসতন্ত্রের ওপর কাজ করে। কারণ, করোনাভাইরাস এই শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, যার জেরে রোগীর শ্বাসজনিত সমস্যা হয় এবং তাতেই মৃত্যু ঘটে।
পচঞ্জলির তরফে বলা হয়েছে, করোনিলের মধ্যে থাকা আয়ুর্বেদিক উপাদান শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। একইসঙ্গে জ্বর, সর্দি-কাশির মতো করোনার একাধিক উপসর্গের বিরুদ্ধে লড়াই করে।
করোনিলের ডোজ কী?
করোনিলে থাকা তিনটি ওষুধের একটি হল আদু তেল। একে নাসিকা-গহ্বরে ৩-৫ ফোঁটা দিতে হবে। দুটি ট্যাবলেট হল করোনিল ও স্বসরি বটি। এই দুটি ট্যাবলেট তিনটি করে দিনে তিনবার খেতে হবে। তবে, সেবন করার আগে কোনও চিকিৎসকের পরামর্শ অবশ্য নেওয়া উচিত বলে জানিয়েছে সংস্থা।
করোনিলের দাম?
করোনিল বা করোনিল কিট-এর দাম ধার্য করা হয়েছে ৫৪৫।
করোনিল কোথায় মিলবে?
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সবকটি পতঞ্জলি স্টোর থেকে পাওয়া যাবে করোনিল। পাশাপাশি, আগামী সোমবার একটি মোবাইল অ্যাপও চালু করা হবে, যার মাধ্য়মে অলনাইলেও কোনও ব্যক্তি করোনিল কিনতে পারবেন।