এক্সপ্লোর
Advertisement
নিরপেক্ষ হয়ে সভা চালানো, সব সদস্যের স্বার্থ দেখার আশ্বাস, সরকার আরও বেশি দায়িত্বশীল হবে, সভায় জবাবদিহি করতে বাধ্য থাকবে আশা করছেন, বললেন নতুন স্পিকার
নতুন স্পিকারও মসৃণ ভাবে সভা পরিচালনায় সব সাংসদের সহযোগিতা চান। বলেন, তাঁদের উচিত কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এমন সব ইস্যু তোলা, প্রশ্ন করা।
নয়াদিল্লি: সর্বসম্মতির ভিত্তিতে সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে নিরপেক্ষ ভাবে সভা পরিচালনা করবেন বলে জানালেন ওম বিড়লা। সংসদের নিম্নকক্ষের সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেছেন, তিনি নিয়ম-রীতি, আইনবিধি মেনেই সভার কাজকর্ম চালাবেন এবং সদস্যদের স্বার্থ দেখবেন। তাঁদের কার, কোন দলের কতটা শক্তি, সেটা মাথায় রাখবেন না। স্পিকারের পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয় বলে অভিমত জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতার সঙ্গে সরকার চালাচ্ছেন বলে অভিমত জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন বিড়লা। বলেন, সরকার আরও বেশি দায়িত্বপূর্ণ আচরণ করবে, সভায় জবাবদিহি করতে বাধ্য থাকবে বলেও আশা করছেন তিনি। সকলের কথা শোনা ও সাড়া দেওয়া উচিত সরকারের।
নতুন স্পিকারও মসৃণ ভাবে সভা পরিচালনায় সব সাংসদের সহযোগিতা চান। বলেন, তাঁদের উচিত কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এমন সব ইস্যু তোলা, প্রশ্ন করা। বিড়লা বলেন, আপনাদের মতোই আমিও ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত সভার সদস্য রয়েছি। এখানে থাকা সদস্যদের সারিতে থাকা একেবারে শেষ লোকটির কাছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলিও উত্থাপন করা উচিত আমাদের।
বিরোধী শিবির থেকেও তাঁকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি, ডিএমকে-র টি আর বালু, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তাঁকে লোকসভা পরিচালনাকারী অফিসার হিসাবে নিরপেক্ষ ভূমিকা পালনের আবেদন করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement