এক্সপ্লোর
Advertisement
সম্পর্কে আপত্তি করায় বয়ফ্রেন্ডের সাহায্যে মাকে খুন, গ্রেফতার তরুণী
বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে মাকে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। মাকে খুন করার পর মৃতদেহ বাড়িতে রেখেই ওই তরুণী ও তার বয়ফ্রেন্ড সেখানে তিনদিন কাটায় বলেও অভিযোগ।
হায়দরাবাদ: বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে মাকে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। মাকে খুন করার পর মৃতদেহ বাড়িতে রেখেই ওই তরুণী ও তার বয়ফ্রেন্ড সেখানে তিনদিন কাটায় বলেও অভিযোগ।
হায়দরবাদ সংলগ্ন হায়াতনগর ব্লকের মুনাগানুরু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে গত ১৮ অক্টোবর। কিন্তু প্রকাশ্যে এসেছে গত সোমবার। ওই দিন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
অভিযোগ, দুই তরুণের সঙ্গে সম্পর্ক নিয়ে বকাঝকা করায় কার্থি রেড্ডি রানে ১৯ বছরের তরুণী তার ৩৯ বছরের মা রজিথাকে খুন করে বলে অভিযোগ। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী কার্থি গত ১৮ অক্টোবর গলায় ফাঁস দিয়ে তার মাকে খুন করে বলে অভিযোগ। ওই সময় বয়ফ্রেন্ড তার মায়ের পা চেপে ধরেছিল।
এরপর মৃতদেহ বাড়িতে রেখেই তারা তিনদিন সেখানে কাটায়।কিন্তু দেহে পচন ধরায় দুর্গন্ধ অসহ্য হয়ে উঠলে কার্থ ও তার বয়ফ্রেন্ড মৃতদেহটি রামান্নাপেটের কাছে রেল লাইনে ফেলে দেয়।
কার্থির বাবা পেশায় ট্রাক চালক শ্রীনিবাস রেড্ডি বাড়িতে ফিরে আসেন। তিনি তাঁর স্ত্রীকে মোবাইলে না পেয়ে মেয়েকে ফোন করেন। কার্থি বাবাকে জানায়, সে মায়ের ব্যাপারে কিছু জানে না। কারণ, সে বিশাখাপত্তনমে গিয়েছিল। ফিরে এসে মাকে বাড়িতে দেখতে পায়নি।
এরপর শ্রীনিবাস পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কার্থির বয়ানে অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জেরা করতেই অপরাধের কথা কবুল করে সে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement