India at 2047 Summit: সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজ
ABP India at 2047 Summit Live: স্বাধীনতার শতবর্ষে 'বিকশিত ভারতে'র স্বপ্ন।
Background
পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ভারত। আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। আন্তর্জাতিক মহলে 'বিশ্বগুরু' হয়ে ওঠার লক্ষ্যে এগোচ্ছে ভারত। ২০৪৭ সালের মধ্যে, স্বাধীনতার শততম বর্ষে দেশকে 'বিকশিত ভারতে' পরিণত করার লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। (India at 2047 Summit)
সেই আবেগকে মাথায় রেখেই এবিপি নেটওয়র্ক India@2047 কনক্লেভের আয়োজন করছে, যার একেবারে অগ্রভাগে রয়েছেন নরেন্দ্র মোদি। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। (ABP India at 2047 Summit Live)
আজকের এই সম্মেলনে বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি। বক্ততা করবেন আম্বানি গোষ্ঠীর অনন্ত আম্বানি। টেলিভিশনের পরিচিত মুখ বেয়ার গ্রিলসও নিজের অনুভূতির কথা তুলে ধরবেন।
Mithali Raj: সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজ
ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন, ক্রিকেট মেয়েদের জন্য নয়। তখন ওই অ্যাকাডেমি মেয়েদের ভর্তি নিত না: মিতালি রাজ।
India At 2047 Live Updates: ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না জেনেই ছায়াযুদ্ধ চালায় পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে
ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না জেনেই ছায়াযুদ্ধ চালায় পাকিস্তান। জানে, হেরে পর্যুদস্ত হতে হবে ওদের। আমাদের সেনা এগিয়ে, অর্থনীতি এগিয়ে। সন্ত্রাস ওদের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে: লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে।






















