Kamal Haasan-Thug Life: আদালতে 'ক্ষমা' চাইতে রাজি নন অভিনেতা, কর্ণাটকে মুক্তি পাচ্ছে না কমল হাসানের 'থাগ লাইফ'
Court On Kamal Haasan Thug Life: কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্যে বিতর্কের ঝড়, যদি ক্ষমা চাইতে নারাজ কমল হাসান, কর্ণাটকে মুক্তি আটকে গেল থাগ লাইফের

মুম্বই: কন্নড় ভাষার উৎস নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। আদালতে ক্ষমা চাইতে রাজি নন কমল হাসান। যার জেরে কর্ণাটকে আপাতত মুক্তি পাচ্ছে না 'থাগ লাইফ।'
আরও পড়ুন, ক্যানসারের সঙ্গে চলছিল লড়াই, হার মানতে হল ! ৩৭-এই মৃত্যু জনপ্রিয় টেলিভিশন অভিনেতার
সম্প্রতি একটি অনুষ্ঠানে কমল হাসান বলেছিলেন, তামিল থেকে কন্নড় ভাষার জন্ম হয়েছে। এরপরেই বিতর্কের ঝড় শুরু হয়। এরপরেই কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন তিনি। কর্ণাটক হাইকোর্ট তাঁকে ক্ষমা চাইতে বলে। যদি নিজের অবস্থান থেকে সরতে নারাজ কমল হাসান। তিনি ক্ষমা চাইবেন না বলেই জানিয়েছেন। এদিকে ৫ জুন মুক্তি পাওয়ার কথা 'থাগ লাইফ।' কমল হাসানের আইনজীবী জানিয়েছেন, আপাতত কর্ণাটকে রিলিজ আটকে গেল 'থাগ লাইফ'এর।






















