Aditya L1 Launch Live : PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1, জানালেন ISRO-র চেয়ারম্যান
ISRO Aditya L1 Launch Latest Updates : শুক্রবার, ১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে যান ইসরোর বিজ্ঞানীদের একটি দল
LIVE
![Aditya L1 Launch Live : PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1, জানালেন ISRO-র চেয়ারম্যান Aditya L1 Launch Live : PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1, জানালেন ISRO-র চেয়ারম্যান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/d7dce7abacbe627030514a856d1f57141693618028708170_original.jpg)
Background
শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ) : আদিত্য এল ওয়ান (Aditya L1) ভারতের প্রথম সৌর অভিযান (Solar Mission)। ইসরো জানিয়েছে, ২ সেপ্টেম্বর, সকাল ১১ট ৫০ মিনিটে শ্রী হরিকোটার কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে আদিত্যকে। তার আগে শুক্রবার, ১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে যান ইসরোর বিজ্ঞানীদের একটি দল। তাদের সঙ্গে ছিল Aditya L1 -এর একটি মিনিয়েচার মডেল। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। আদিত্য এল ওয়ান (Aditya L1) উৎক্ষেপণের আগে সেই প্রথারই ছবি।
কদিন আগেই চন্দ্রযান ৩ অভিযান সফল হয়েছে। ইতিমধ্য়েই একাধিক তথ্যও এসেছে ইসরোর কাছে। বিশ্বের মধ্যে প্রথম চাঁদের দক্ষিণ মেরুর ওই অঞ্চলে সফট ল্যান্ডিংয়ে সফল হয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সেই অভিযানের ক্ষেত্রেও উৎক্ষেপণের আগের দিন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর কর্তারা। চন্দ্রযানের একটি ছোট সংস্করণ নিয়ে পুজো দিয়েছিলেন তাঁরা। চন্দ্রযান ৩ যাতে সব বিপদ কাটিয়ে চাঁদের মাটি ছুঁতে পারে সেই লক্ষ্যেই এই প্রার্থনা বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন ইসরোর এক কর্তা। এবারও Aditya L1 উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো বিজ্ঞানীদের। এদিনই সাফল্য কামনায় পুজো দিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথও। অন্ধ্রপ্রদেশের তিরুপতির চেঙ্গালাম্মা মন্দিরে পুজো দেন তিনি।
শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ভারতের সৌরযান Aditya-L1। তাই শুক্রবারই কাউন্টডাউন শুরু করল ইসরো । সান অবজারভেটরি মিশনটি শুরু হতে আর বাকি ২৩ ঘন্টা ৪০ মিনিট, শুক্রবার দুপুর ১২.১০ এ জানায় ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। প্রথমেই তো সূর্যের পাড়ায় ঢোকা সম্ভব নয়। তাই বাইরে থেকে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের আবরণটির খোঁদ রাখবে সৌরযান Aditya-L1। এই অভিযান থেকে সূর্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা।
ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে।
Aditya-L1 Mission : "Aditya-L1-র মত ভিন্ন ধরনের একটা মিশনের জন্য PSLV-কে অভিনন্দন", মন্তব্য ISRO-র চেয়ারম্যানের
"Aditya-L1-র মত ভিন্ন ধরনের একটা মিশনের জন্য PSLV-কে অভিনন্দন। এখন থেকে L1 পয়েন্ট থেকে মিশন-যাত্রা শুরু হবে। প্রায় ১২৫ দিনের দীর্ঘ যাত্রা এটি। আদিত্য মহাকাশযানকে শুভেচ্ছা।" মন্তব্য ISRO-র চেয়ারম্যানের।
ISRO Solar Mission Live : PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1, জানালেন ISRO-র চেয়ারম্যান
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV থেকে সফলভাবে আলাদা হয়ে গেল Aditya-L1 মহাকাশযান। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের এক ঘণ্টা পর পথ ভিন্ন যায় যায় রকেট ও মহাকাশযানের। জানালেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ।
Aditya-L1 Mission : ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Aditya L-1-এর সফল উৎক্ষেপণ-এর জন্য ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Union Home Minister Amit Shah congratulates scientists of ISRO for the successful launch of Aditya L-1.
— ANI (@ANI) September 2, 2023
"The nation is proud and delighted over the successful launch of Aditya L1, India's first solar mission. It is a giant stride towards fulfilling PM Modi's vision of an… pic.twitter.com/w7LyypHsAn
ISRO Solar Mission Live : Aditya -L1-এর সফল উৎক্ষেপণ, ISRO-র বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ভারতের প্রথম সূর্য অভিযানে Aditya -L1-এর সফল উৎক্ষেপণ। ISRO-র বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Prime Minister Narendra Modi congratulates the scientists and engineers at ISRO for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.
— ANI (@ANI) September 2, 2023
"Our tireless scientific efforts will continue in order to develop a better understanding of the Universe for the welfare of… pic.twitter.com/iXZ83Nm2wv
Aditya-L1 Mission : সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য। L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য থাকে এবং সেখানে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনও জিনিস। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে বাধাহীনভাবে দেখা যাবে। পরীক্ষা চলবে পাঁচ বছর ধরে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)