Afghanistan Crisis : 'মার্কিন সেনার সঙ্গে সম্পর্ক ছিল বলে আমার ভাইকে প্রকাশ্যে খুন করেছে তালিবানরা'
আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনীর প্রস্থান প্রায় শেষ হওয়ার সাথে সাথে হিংস্র রূপ ধারণ করছে তালিবানরা।
নয়া দিল্লি : আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনীর প্রস্থান প্রায় শেষ হওয়ার সাথে সাথে হিংস্র রূপ ধারণ করছে তালিবানরা। যুদ্ধবিধ্বস্ত দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা আফগান জনগণকে নৃশংসভাবে হত্যা করছে তারা। নয়া দিল্লিতে বসবাসকারী এক আফগান শরণার্থী এএস বারাক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, তাঁর ভাই, যিনি মার্কিন সেনার সঙ্গে টাইপিস্ট হিসেবে কাজ করতেন, রবিবার তাঁকে গুলি করে খুন করেছে তালিবানরা।
বারাকের ভাইকে জনসমক্ষে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে। এএস বারাক বলেন, গতকাল কাবুল থেকে ফোন পাই। আমার পরিবারের সদস্যরা আমাকে জানান যে আমার ছোট (আব্দুল) ভাইকে তালিবানরা প্রকাশ্যে গুলি করে খুন করেছে। আমার ছোট ভাই মার্কিন সেনার সঙ্গে টাইপিস্ট হিসেবে কাজ করছিল। তালিবানরা তাকে ছয় বার গুলি করেছে।" বারাক আরও যোগ করেছেন যে, তাঁর ভাইয়ের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তালিবান বা অন্য কারও সাথে না।
তিনি আরও বলেন, আফগানরা তালিবান সন্ত্রাসের অধীনে অবিরাম ভয়ে বসবাস করছে। কারণ, এই জঙ্গি গোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। তাদের গাড়ি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে। আমরা কোনওভাবেই তালিবানদের বিশ্বাস করতে পারি না। ওরা জমায়েতে বোমাবর্ষণ করছে, প্রকাশ্যে মানুষের উপর গুলি চালাচ্ছে।
বারাক এখন তার মৃত ভাইয়ের দুই ছেলের স্ত্রী এবং দুই ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য চিন্তিত। তা ছাড়া, তিনি তাঁর বাবা-মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।
প্রসঙ্গত, গত ১৫ অগাস্ট কাবুল দখল করে নেয় তালিবানরা। আশ্বাস দেয় যে, কোনও আফগান নাগরিকের ক্ষতি করা হবে না। যদিও জঙ্গি গোষ্ঠীর দেওয়া এই আশ্বাসের সাথে বাস্তবের কোনও মিল পাওয়া যাচ্ছে না। প্রায় ২০ বছর পর তালিবানরা আবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই জঙ্গি গোষ্ঠীর শাসনে আফগান মহিলাদের অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।