এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশেও সবাইকে নিখরচায় কোভিড ১৯ ভ্যাকসিন, বিহারে বিজেপির নির্বাচনী ইস্তাহারে ঘোষণার পরই শিবরাজ
আজই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে প্রতিশ্রুতি দেন, দলের জোট ক্ষমতায় ফিরলে আইসিএমআর ছাড়পত্র দেওয়ার পর ফ্রি-তে রাজ্যবাসীকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে।
নয়াদিল্লি: বিহারে বিজেপি নির্বাচনী ইস্তাহারে নিখরচায় রাজ্যবাসীকে কোভিড-১৯ ভ্যাকসিন দেবে বলে ঘোষণা করতেই তিনিও একই পদক্ষেপ করবেন বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি ট্য়ুইট করে একই ঘোষণা করেন। লেখেন, করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির কাজ ভারতে জোর কদমে চলছে। ভ্যাকসিন তৈরি হয়ে গেলেই তা মধ্যপ্রদেশের প্রতিটি নাগরিককে বিনা পয়সায় দেওয়া হবে।
जब से देश में #COVID19 वैक्सीन का ट्रायल शुरू हुआ, देश के गरीब वर्ग में एक चर्चा भी शुरू हुई, “क्या हम ये खर्च वहन कर पाएँगे?”
आज मैं स्पष्ट कर देना चाहता हूँ, मध्यप्रदेश में हर एक गरीब प्रदेशवासी को मुफ्त वैक्सीन मिलेगी।
हम ये जंग जीतेंगे। pic.twitter.com/XcMaGYF70I
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) October 22, 2020
আজই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে প্রতিশ্রুতি দেন, দলের জোট ক্ষমতায় ফিরলে আইসিএমআর ছাড়পত্র দেওয়ার পর ফ্রি-তে রাজ্যবাসীকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। এই ঘোষণার পরই প্রথমে তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এডাপ্পডি কে পালানিস্বামী তাঁর সরকার ভ্যাকসিন এসে গেলেই রাজ্যের প্রতিটি নাগরিককে বিনা পয়সায় দেবে।
মধ্যপ্রদেশ সারা দেশে করোনাভাইরাস সংক্রমণের বিচারে ১৫-তম স্থানে আছে। রাজ্যে সরকারি ভাবে মোট করোনাভাইরাস সংক্রমণের কেস এখনও পর্যন্ত ১৬৪৩৪১টি। অ্যাক্টিভ কেস ১২১৪৬টি। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ১৪৯৩৫৩ জন। মারা গিয়েছেন এখনও পর্যন্ত ২৮৪২ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement