এক্সপ্লোর
Advertisement
আর্থিক অনটন, ‘এ জীবন আর বয়ে বেড়াতে পারছি না’! স্বেচ্ছামৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে অবসরপ্রাপ্ত শিক্ষক
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই শিক্ষকের দাবি, হুগলির এক স্কুলে শিক্ষকতা করতেন। রাজনৈতিক জটিলতায় তাঁকে এক বছর ছুটি নিতে বলা হয়। সেই ছুটি শেষে তিনি আর চাকরি ফেরত পাননি। ২০০১ সালে অবসর নিয়েছেন। কিন্তু অবসরের পরেও প্রাপ্য টাকা ও পেনশন পাননি।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অবসরের পরও মেলেনি প্রাপ্য টাকা, পেনশন। ছেলেও লকডাউনে কাজ হারিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বেচ্ছামৃত্যু চাওয়া ওই শিক্ষক বলেছেন, আর্থিক অনটনে ভুগছি। শারীরিক অবস্থা ভাল নয়। তাই মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছি। এ জীবন আর বয়ে বেড়াতে পারছি না। জীবন তাঁর কাছে যন্ত্রণার বোঝা হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। তাই স্বেচ্ছামৃত্যুর আবেদন।
অসুস্থ শিক্ষকের দাবি, দোরে দোরে মাথা কুটেও মেলেনি প্রাপ্য টাকা, পেনশন। ওষুধ কেনার টাকা নেই। লকডাউনে কাজ হারিয়েছে ছেলে। সরকারি বিনামূল্যের রেশনের চাল-ডালে কোনও মতে চলছে সংসার। তাই অভাবের অন্ধকারে জীবনের শেষ সুতোটুকুও ছিঁড়ে ফেলতে চান তিনি।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই শিক্ষকের দাবি, হুগলির এক স্কুলে শিক্ষকতা করতেন। রাজনৈতিক জটিলতায় তাঁকে এক বছর ছুটি নিতে বলা হয়। সেই ছুটি শেষে তিনি আর চাকরি ফেরত পাননি। ২০০১ সালে অবসর নিয়েছেন। কিন্তু অবসরের পরেও প্রাপ্য টাকা ও পেনশন পাননি। আদালতের নির্দেশ সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাঁর ছেলের অভিযোগ, একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে পেনশন থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আমারও কাজ নেই। সরকারি চাল-ডাল পাচ্ছি। কষ্টের মধ্যে সংসার চলছে।
ঘটনার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের। তিনি বলেছেন, কয়েকদিন আগে জেনেছে। দুঃখজনক ঘটনা। আমি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করব যাতে তিনি ন্যায্য পাওনা পান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement