(Source: ECI/ABP News/ABP Majha)
NEET Row: NEET কেলেঙ্কারি নিয়ে উত্তেজনা দিল্লিতে, NTA-র দফতরে তালা ঝোলালেন পড়ুয়ারা, মোতায়েন পুলিশ
NEET Scam 2024: বৃহস্পতিবার দিল্লির ওখলায় NTA-র দফতরে ঢুকে পড়েন শতাধিক পড়ুয়া।
নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা থেকে UGC-NET, অনিয়ম, দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা করানোর দায়িত্বে থাকা National Testing Agency এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। সেই আবহেই এবার দিল্লিতে NTA-র দফতরে উত্তেজনা ছড়াল। শতাধিক ছাত্রছাত্রী NTA দফতরে ঢুকে তালা ঝুলিয়ে দিলেন। ওই পড়ুয়ারা কংগ্রেসের ছাত্র সংগঠন, National Union of India-র (NSUI) সদস্য বলে অভিযোগ। (NEET Row)
বৃহস্পতিবার দিল্লির ওখলায় NTA-র দফতরে ঢুকে পড়েন শতাধিক পড়ুয়া। মুহূর্তের মধ্যে NTA-র দফতর কার্যত তাঁদের দখলে চলে যায়। স্লোগান দিতে দিতে সেখানে ঢোকেন তাঁরা। দফতরে ঢোকার যে মূল দরজা, তাতে তালা ঝুলিয়ে দেন। দরজার উপর একটি পোস্টারও সেঁটে দেওয়া হয়, যাতে লেখা ছিল, “দুর্নীতিগ্রস্ত NTA আর নয়‘। NTA-র দফতরের বিভিন্ন প্রান্তে ওই পোস্টার সেঁটে দেওয়া হয় আজ। (NEET Scam 2024)
এদিনই NEET নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেসের যুব শাখা, দ্য ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। সেই সময় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। NEET নিয়ে সরকার নিরপেক্ষ তদন্ত চালাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। কয়েক ঘণ্টা পরই NTA-র দফতরে ঢুকে পড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন।
#WATCH | Delhi | Members of NSUI today held a protest demonstration at National Testing Agency (NTA) office calling for a ban on the agency, in view of recent exam irregularities
— ANI (@ANI) June 27, 2024
(Video source: NSUI) pic.twitter.com/joto7jGiOF
ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে, খবর পৌঁছয় পুলিশের কাছেও। তড়িঘড়ি পুলিশ এবং নিরাপত্তাবাহিনী হাজির হয় সেখানে। ভিড় ছত্রভঙ্গ করতে উদ্যত হয় তারা। এই মুহূর্তে ওখলা এলাকায় পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
NEET নিয়ে গোড়া থেকেই বিতর্ক। গত ৫ মে দেশের ৪৭৫০ সেন্টারে পরীক্ষায় বসেন প্রায় ২৪ লক্ষ পড়ুয়া। প্রথমে ১৪ জুন ফলপ্রকাশের কথা ছিল। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের দিন, ৪ জুনে এগিয়ে আনা হয়। ফল বেরনোর পর দেখে যায় ৬৭ জন পড়ুয়া পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন। নম্বর দেওয়ার ক্ষেত্রেও অসঙ্গতি রয়েছে বিস্তর। একে একে জানা যায়, পরী৭ার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। পাশাপাশি, সাদা খাতা জমা দিয়ে এসেছেন কেউ কেউ। বহু জনকে আবার নির্বিচারে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। বিষয়টি আদালতে পৌঁছেছে। সংসদেও এ নিয়েসরব হতে চলেছেন বিরোধীরা।