Sharmistha on Arvind Kejriwal Arrest : 'কর্মের পরিণতি !' কেজরিওয়ালের গ্রেফতারিতে খোঁচা প্রণব-কন্যার
Pranab Mukherjees Daughter : তাঁর মতে, যাঁরা একমসময় ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, তাঁরা নিজেদের কাজকর্মের ফল ভোগ করছেন।
নয়াদিল্লি : 'কর্মের পরিণতি !' দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার (Arvind Kejriwal Arrested) হওয়ার পর ঠিক এই ভাষাতেই সরব হলেন প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন অভিযোগ করেছিলেন কেজরিওয়াল ও আন্না হাজারে গ্রুপ। তাঁর মতে, যাঁরা একমসময় ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, তাঁরাই আজ নিজেদের কাজকর্মের ফল ভোগ করছেন।
এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, 'কংগ্রেস ও শীলা দীক্ষিতজির বিরুদ্ধে ট্রাঙ্ক-ভর্তি প্রমাণ আছে বলে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন অভিযোগ করেছিলেন উনি (অরবিন্দ কেজরিওয়াল) ও আন্না হাজারে গ্রুপ। এখনও পর্যন্ত সেই ট্রাঙ্ক কেউ দেখেননি। কর্মের পরিণতি !'
He & Anna Hazare gang were responsible for making most irresponsible, baseless & wild allegations against Congress including Sheila Dikshit ji saying he had ‘trunk loads’ of evidence against her. No one has seen the ‘trunk’ so far. Karma catches up! #KejriwalArrested https://t.co/9W1sbFlEDo
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) March 21, 2024
সম্প্রতি কংগ্রেস ও তাঁর নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হওয়ায় দলীয় সমর্থকরা তাঁকে ট্রোল করেছেন বলে অভিযোগ করেছিলেন শর্মিষ্ঠা। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'যখন থেকে বাবার উপর আমার বই বের হয়...তাঁর ডায়েরি থেকে আমি অনেক কিছু পেয়েছিলাম। রাহুল গাঁধীর সম্পর্কে কিছু পর্যবেক্ষণ ছিল। বাবা বলেছিলেন, উনি (রাহুল) এখনও রাজনৈতিকভাবে পরিণত হননি। কংগ্রেস সম্বন্ধে প্রশংসা করার অনেক আছে। কিন্তু, সবকিছু অবহেলা করা হয়েছে। কিছু কংগ্রেস নেতা তার বিরুদ্ধে সরব হয়েছেন। কংগ্রেসের সোশাল মিডিয়া ভয়ঙ্করভাবে আমাকে ট্রোল করছে।'
হেমন্ত সোরেনের পর এবার অরবিন্দ কেজরিওয়াল । আবগারি দুর্নীতি মামলায় গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারির জেরে ইডি-র সদর দফতরের লক আপে রাত কাটালেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে খবর সূত্রের। ইডি সূত্রে খবর, আজ সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে