Bangladesh News: ঢাকায় গিয়ে কড়া বার্তা, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা-প্রসঙ্গে ইউনূস সরকারকে কী বলল ভারত ?
India-Bangladesh Meeting: বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি
ঢাকা : "সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক পরিকাঠামোয় হামলা দুঃখজনক বলে জানিয়েছি ।" বাংলাদেশে চরম ভারত বিদ্বেষের মধ্যেই ঢাকায় দু'দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 'এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করি', বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকায় ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষ হল। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।হাসিনা সরকারের পতনের পর এটাই ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের প্রথম বৈঠক। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, ভারত-বিদ্বেষের মধ্যেই আজ ঢাকায় বৈঠকে বসেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন। ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বৈঠক শুরু হয়। সূত্রের খবর, আজ অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করতে পারেন ভারতের বিদেশ সচিব।
#WATCH | Dhaka, Bangladesh | Foreign Secretary Vikram Misri says, "...Today's discussions have given both of us the opportunity to take stock of our relations and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my… https://t.co/fSx7p5UDpw pic.twitter.com/ZGqJNqkXKy
— ANI (@ANI) December 9, 2024
এদিন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আজকের এই আলোচনা আমাদের উভয়ের মধ্যেই সম্পর্ক খতিয়ে দেখার সুযোগ করে দেয়। আজ যেভাবে উভয়পক্ষের মধ্যে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে আমি তার প্রশংসা করি। বৈঠকে আমি জোর দিয়ে বলেছি, ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সমঝোতার সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে চায়, সেকথাও জানিয়েছি। "
#WATCH | Dhaka: After meeting Foreign Adviser Md. Touhid Hossain of Bangladesh, Foreign Secretary Vikram Misri says, "... We also discussed recent developments and I conveyed our concerns including those related to the safety and welfare of minorities... We also discussed… pic.twitter.com/1Wm66HzOb0
— ANI (@ANI) December 9, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে