একটা ডিম ১২ টাকা, নতুন আলুর দাম ১০০ টাকার উপরে, অশান্ত বাংলাদেশে বাজারদর শুনলে পিলে চমকাবে
বাংলাদেশের বাজারদর শুনলে চমকে যাবেন যে কেউ ! নিত্য প্রয়োজনা, আলু পিঁয়াজও এখন অগ্নিমূল্যে বিক্রয় হচ্ছে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বাংলাদেশে চরমে ধর্মীয় বিভেদ। মানবতাকে ছাপিয়ে যাচ্ছে বিদ্বেষ। পেটের ভাতের জাগান দুষ্কর, অথচ লড়াইকে জাতের লড়াই নিয়ে মেতে আছে বাংলাদেশ। তাই কখনও নদী সাঁতরে পেরিয়ে এপারে চলে আসছেন তরুণ, কখনও বা প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসছে ১৫ বছরের কিশোরী। আর এবার, প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন ২ বৃদ্ধা। ভারতে আশ্রয় নিয়ে শেষ জীবনটা অন্তত শান্তিতে কাটাতে চান তাঁরা। কারণ নিজের দেশের মাটি ক্রমেই অসুরক্ষিত হয়ে উঠছে তাদের জন্য, এমনটাই মত তাঁদের। আর এই পরিস্থিতিততে যুদ্ধজিগির তুলে, বাংলা দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামই দাঁড়িয়েছে আকাশছোঁয়া।
বাংলাদেশের বাজারদর শুনলে চমকে যাবেন যে কেউ ! নিত্য প্রয়োজনা, আলু পিঁয়াজও এখন অগ্নিমূল্যে বিক্রয় হচ্ছে। যেমন আলু। ১১০, ৮০, ৯০ কিলোদরে বিক্রি হচ্ছে নতুন আলু। বাংলাদেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫ টাকা কিলো দরে। পুরনো আলুও কিনতে হচ্ছে আশি টাকা কিলো দরে।
কলকাতার বাজারে যে আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা। ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে গড়ে ৯০ থেকে ১১০ টাকায়। মানে দ্বিগুণেরও বেশি। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর ৬০টা। ঢাকায় সেটা বিক্রি হচ্ছে ১১০-১২৫ টাকা কিলো দরে। আর কলকাতায় যখন এক একটি ডিম সাড়ে ৭ টাকায় পাওয়া যাচ্ছে, তখন ঢাকার বাজারে চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মানে এক একটি ১২ টাকারও বেশি।
বাংলাদেশের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছ্যাঁকা খাচ্ছেন, তখন কোন সাহসে বাংলাদেশ যুদ্ধের জিগির তুলে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে নজর ঘোরানোর কৌশল। সাধারণ মানুষের মনে যাতে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ না তৈরি হয়, সেজন্য়ই যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করে তাদের ভুলিয়ে রাখছেন বাংলাদেশের নেতারা।
অর্থনীতিবিদ অভিরূপ সরকার মনে করছেন, বাংলাদেশ বিভিন্ন জিনিসের জন্য় ভারতের ওপর নির্ভরশীল। তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তাদের বাজারের তো এই হাল হবেই। অর্থনীতিবিদ শৈবাল করও তেমনটাই ভাবছেন।
যুদ্ধের জিগির তুলে কতদিন এসব জ্বলন্ত সমস্য়া থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সেটাই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।