West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা
WB News LIVE Updates: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন...

Background
আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা
দুপুর ৩টেয় রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী গণ জমায়েতের ডাক অভয়া মঞ্চর
চার্জশিট না দিতে পারায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র জামিন
কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স
RG Kar News: 'সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে'
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথা। 'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের।
West Bengal News LIVE Updates: শীত পড়লেও সাঁতরাগাছি ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির
ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। রাজ্য সরকারের বনদপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমন কি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত। ৩৩ বিঘা এই ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক, কমন টিল, গাডওয়াল, নর্দান পিনটেল, গার্গেনি, ফেরুজেনাস পোচারড, পিগমি গুজ, নাকটা সহ বিভিন্ন পরিযায়ী পাখিরা। এর পাশাপাশি পানকৌড়ি, মাছরাঙা, জলপিপি, নানা ধরনের বক সহ বিভিন্ন প্রজাতির পাখি ভিড় করত। কিন্তু এবছর সময়ে ঝিলিক পরিষ্কার না হওয়ায় গোটা ঝিল কচুরিপানায় ভরে গেছে। পাখিদের বসার জন্য দ্বীপ তৈরি না হওয়ায় পাখিরা এসেও অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে।






















