West Bengal News LIVE Updates: তথ্য প্রমাণই দিতে পারল না সিবিআই! জামিন পেলেন সন্দীপ ঘোষ-অভিজিৎ
WB News LIVE Updates: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন...
LIVE
Background
একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। ৯০ দিন সময় পেয়েও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে তরুণী-চিকিৎসককে ধর্ষণ, খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই খবরে হতাশ তিলোত্তমার মা-বাবা। কান্নাভেজা গলায় তাঁরা সাফ জানিয়েছেন, আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।
RG Kar Case: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের খবরে হতাশ তিলোত্তমার মা-বাবা
সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের খবরে হতাশ তিলোত্তমার মা-বাবা। কান্নাভেজা গলায় তাঁরা সাফ জানিয়েছেন, আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।
WB News LIVE Updates: চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ
চারঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ
সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অভিযোগ, তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।
West Bengal News LIVE Updates: একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা!
একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায়, আর জি কর হাসাপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা।
HS 2025 News Updates: উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল!
উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে এবার জাতীয় দলের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলের আখ্যান। দলগুলির বৈশিষ্ট, কার্যাবলী-সহ একাধিক বিষয় যুক্ত হচ্ছে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে পরিমার্জন করা হয়েছে। পরিবর্তিত পাঠ্যসূচির তালিকা প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন সিলেবাস।
West Bengal News LIVE Updates: ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়
ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়াদের অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা পাননি তাঁরা। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরূপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলাশাসক এবং জেলা শিক্ষা দফতররে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ারা। দুর্নীতির তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা।