Bappi Lahiri Songs: সুরলোকে বাপি লাহিড়ি, ডিস্কো ডান্সার থেকে তুনে মারি এন্ট্রিয়া- ব্লকবাস্টার গানে আজও মুখর সঙ্গীতজগৎ
Bappi Lahiri Popular Songs: রেখে গেলেন অমর সৃষ্টি। কালজয়ী সেইসব গান। যেই ছন্দে আজও পা মেলাতে প্রায় বাধ্যই হন সব বয়সিরা। ছন্দের মাধুর্য্য এমনই।
কলকাতা: থামল সুর তৈরির কাজ। বিদায় নিলেন ভারতের ডিস্কো সঙ্গীতের সুরস্রষ্টা। ৬৯ বছরেই থামল যাত্রা। মুম্বইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপি লাহিড়ি। রেখে গেলেন অমর সৃষ্টি। কালজয়ী সেইসব গান। যেই ছন্দে আজও পা মেলাতে প্রায় বাধ্যই হন সব বয়সিরা। ছন্দের মাধুর্য্য এমনই। বাপি লাহিড়ির প্রয়াণে তাই শোকস্তব্ধ সঙ্গীতমহল।
১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।
গোরি হ্যায় কলাইয়াঁ
অমিতাভ বচ্চন এবং জয়া প্রদা অভিনীত আজ কা অর্জুন-এ গোরি হ্যায় কলাইয়াঁ গানটি লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন বাপি লাহিড়ি। সেই সময় তো বটেই। আজও একইভাবে জনপ্রিয় রয়ে গিয়েছে এই গানটি।
ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার
১৯৫৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ডান্সার ছবির এক কালজয়ী গান 'ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার'। মিঠুনের গলায় বাপির সেই গান এক অমর সৃষ্টি। সেই যুগে এই গানটি সুপার হিট হলেও আজও এই গানটি মানুষের মুখে মুখে।
প্যায়্যার কভি কম নেহি করনা
১৯৮৮ সালে মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর প্রেম প্রতিজ্ঞা ছবিতে আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে এই গানটি গেয়েছিলেন বাপি লাহিড়ি। তাঁর কন্ঠের জাদু মোহিত করেছিল সঙ্গীজগতকে। রোমান্টিক গানগুলির মধ্যে এটি অন্যতম।
তম্মা তম্মা
১৯৮৯ সালে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি থানেদারের তম্মা তম্মা গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। অনুরাধা পডওয়ালের গানের সঙ্গে এই গানটি গেয়েছেন বাপি লাহিড়ি।
উ লা লা
২০১১ তে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত ডার্টি পিকচারের উ লা লা- গানটি সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। শ্রেয়া ঘোষালের সঙ্গে এই গানটি গেয়েছিলেন ডিস্কো কিং।
তুনে মারি এন্ট্রিয়াঁ
প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুরের চলচ্চিত্র গুণ্ডে ছবির তুনে মারি এন্ট্রিয়াঁ গানে মজেছিল গোটা দেশ। নীতি মোহন এবং বিশাল দাদলানির সঙ্গে এই গানটি গেয়েছেন বাপি।
তম্মা তম্মা এগেইন
আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া ছবির তম্মা তম্মা এগেইন গানটিতে অনুরাধা পডওয়াল এবং বাদশার সঙ্গে গেয়েছিলেন বাপি।
ভঙ্কাস
২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য 'ভঙ্কাস'। গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।