Barack Obama: ‘দাম্পত্যে প্রভাব ফেলেছিল রাজনীতি, এখন ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন’, মিশেলের সঙ্গে বিয়ের সত্যতা প্রকাশ করলেন বারাক ওবামা
Michelle Obama: ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক।

ওয়াশিংটন: নিজের দাম্পত্যজীবন নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটা সময় বৈবাহিক জীবনে যে টানাপোড়েন শুরু হয়েছিল, সেকথা মেনে নিলেন তিনি। সেই নিয়ে মনে আফশোস রয়েছে বলে কার্যত মেনে নিলেন বারাক। জানালেন, বর্তমানে স্ত্রীর সঙ্গে যত পারছেন সময় কাটাচ্ছেন। পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন ক্ষয়ক্ষতি। (Barack Obama)
২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক। তাঁর স্ত্রী মিশেল ওবামা হোয়াইট হাউসে ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন সেই সময়। এর আগে, একাধিক বার ওই সময়কাল নিয়ে মুখ খোলেন মিশেল। রাজনীতিতে পা রাখার পর বারাক যে তাঁকে আগের মতো সময় দিতেন না, তাঁদের দাম্পত্যেও যে টানাপোড়েন গিয়েছে, তা স্বীকার করে নেন তিনি। সম্পর্কে দু’জনের তরফেই যে কিছু ক্ষেত্রে খামতি ছিল, মেনে নিয়েছিলেন মিশেল। জানিয়েছিলেন, “ওই ১০ বছর স্বামীকে সহ্যই করতে পারতাম না আমি।” (Michelle Obama)
এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বারাকও। হ্যামিলটন কলেজের প্রেসিডেন্ট স্টিভেন টেপারের সঙ্গে কথোপকথনে দাম্পত্যজীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, দু’দফায় প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর দাম্পত্যজীবন প্রভাবিত হয়। হারিয়ে যাওয়া সেই সময়ের হিসেব পুষিয়ে দিতে এখন চেষ্টা চালাচ্ছেন তিনি। যত পারছেন মিশেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।
মিশেলের সঙ্গে দাম্পত্য নিয়ে বারাক বলেন, “স্ত্রীর প্রতি কর্তব্যে ঘাটতি থেকে যাচ্ছিল। সেই ঘাটতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” বারাক এবং মিশেলের দাম্পত্যের বয়স ৩৩ বছর। প্রেম থেকেই পরিণতি পেয়েছিল তাঁদের সম্পর্ক। কিন্তু বারাক রাজনীতিতে পা রাখার পর তাঁদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় বলে বারাক এবং মিশেল দু’জনেই মেনেছেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার পর দাম্পত্যের উন্নতি ঘটেছে বলে আগেও জানান বারাক। তাঁকে বলতে শোনা যায়, “হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসায় লাভই হয়েছে। ওর (মিশেল) সঙ্গে সময় কাটাতে পারছি।” একসময় তাঁরা ম্যারেজ কাউন্সেলরের কাছেও গিয়েছিলেন বলে এর আগে খোলসা করেন মিশেল।
১৯৯২ সালে চার হাত এক হয় বারাক এবং মিশেলের। আটের দশকের শেষ দিকে একই অফিসে কাজ করার সময় আলাপ, পরে সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের দুই কন্যা রয়েছে, মালিয়া এবং সাশা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর এখন ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বারাক।






















