Weather Update: এক রাতে তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ল! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। মাঘের শীতের বাঘা দাপট এক রাতেই উধাও হল। এক রাতের মধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। ফলে আবার লেপ-কম্বল তাকে তুলে রাখতে হচ্ছে রাজ্যের বাসিন্দাদের।
![Weather Update: এক রাতে তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ল! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন 5 degree temperature increased in kolkata know about the weather forecast in coming days Weather Update: এক রাতে তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ল! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/20230542/WINTER.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: এক রাতে তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঘের শীত সাময়িক উধাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা এমনই অবস্থা থাকবে আবহাওয়ার। শুক্রবার থেকে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা।
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। মাঘের শীতের বাঘা দাপট এক রাতেই উধাও হল। এক রাতের মধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। ফলে আবার লেপ-কম্বল তাকে তুলে রাখতে হচ্ছে রাজ্যের বাসিন্দাদের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া। শুক্রবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা।
অর্থাত্, আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে শুক্রবার থেকে। কেন আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ? তারও উত্তর দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম হাওয়া দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ-পশ্চিম পূবালি হাওয়ার দাপট বাড়ছে। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
তবে উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি হয়েছে। কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে শুরু হয়েছে তুষারপাত।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) আসানসোল ১৪.৬ বালুরঘাট ১০.২ বাঁকুড়া ১৬ ব্যারাকপুর ১৬ বহরমপুর ৯.৬ বর্ধমান ১৬.৮ ক্যানিং ১৭ কোচবিহার ১১.৯ দার্জিলিং ৩.২ দিঘা ২০.৭ কলকাতা ১৯.২ মালদহ ১৪.৬ পানাগড় ১৩.৮ পুরুলিয়া শিলিগুড়ি ১১.৬ শ্রীনিকেতন ১৫.২ আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপরের তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়াও জেলাগুলিতে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)