এক্সপ্লোর
Advertisement
সাতসকালে বাংলা-কেরলে এনআইএ-র অভিযান, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬, এর্নাকুলাম থেকে জালে ৩ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি
রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ।
কলকাতা:জালে আল কায়দার বাংলা ও কেরল মডিউল।মুর্শিদাবাদ থেকে গ্রেফতার সন্দেহভাজন ৬ জঙ্গি।কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার আরও ৩।উদ্ধার প্রচুর বিস্ফোরক, বুলেটপ্রুফ জ্যাকেট, নথি।ধৃতদের সঙ্গে পাক আল কায়দা মডিউলের যোগ।
এনআইএ সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। ওই জঙ্গিদের দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি। ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে।
সোশাল মিডিয়ায় যোগাযোগ ছিল ধৃতদের।দিল্লিতে অস্ত্র মজুতের চেষ্টা করেছিল তারা।একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছকও কষেছিল।অস্ত্র সংগ্রহে শ্রীনগরে যাওয়ার পরিকল্পনাও ছিল।পাকিস্তান থেকে আসার কথা ছিল অস্ত্র।পাক মাটি থেকেই নাশকতার ছক কষছিল আল কায়দা।সোশাল মিডিয়ার মাধ্যমে আরও জঙ্গি নিয়োগের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা, দাবি এনআইএ-র।
এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, কেরল ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আল কায়দার আন্তঃরাজ্য মডিউলের কথা জানতে পারে এনআইএ।এই গোষ্ঠী লোকজনকে হত্যা করতে ও সন্ত্রাস ছড়াতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার ছক কষছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement