Jalpaiguri News:মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বুনো হাতির মুখোমুখি যুবক, মর্মান্তিক মৃত্যু ধূপগুড়িতে
Wild Elephant Attack Death:নদীতে মাছ ধরতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হলো যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নদীতে মাছ ধরতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হলো যুবকের (Jalpaiguri Youth Death By Elephant Attack)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন ধূপগুড়ি মহকুমায় অন্তর্গত মরাঘাট জঙ্গলের তোতাপাড়া বিটের সি এম জি-৪ নং কম্পার্টমেন্টে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম বিকাশ রাভা, বয়স ৩৩।
বিশদ...
বিকাশ মোগলকাটা বনবস্তির বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন মরাঘাট জঙ্গলের নদীতে তিন জন মিলে মাছ ধরতে গিয়েছিলেন বিকাশ। কিছুক্ষণ পর দুই সঙ্গীকে রেখে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য রওনা দেন যুবক। তখনই বুনোর হাতির সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ই হাতিটি তাকে শুঁরে পেঁচিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থল থেকে কোনও মতে বিকাশকে উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা দেওয়া হয়। কিন্তু মাঝপথেই মারা যান তিনি। তারপর তাঁকে বাড়ি নিয়ে আসা হয় বলে জানাচ্ছেন মৃত যুবকের প্রতিবেশীরা। এভাবে, তরতাজা প্রাণের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের মরাঘাট রেঞ্জের বনকর্মী ও বানাহাট থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বন দফতর সূত্রে জানানো হয়েছে , প্রাথমিক তদন্তে হাতির হামলায় মৃত্যুর খবর উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বার বার এক ঘটনা...
উত্তরবঙ্গের বহু মানুষের কাছে হাতি মানেই মূর্তিমান ত্রাস। গত মাসের গোড়ার দিকে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়, এমনই একটি ঘটনা প্রাণ কেড়েছিল এক যুবকের। ঘটনার আগের দিন রাতের বেলা, মাদারিহাটে তিনটি হাতি তাণ্ডব চালায় বলে জানা গিয়েছিল। আকাশ দাস নামে যে যুবকের মৃত্যু হয়, তিনি, নিজের বাড়ি থেকে কিছু দূরে হাতির আওয়াজ পেয়েই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু দামাল হাতি যে অতর্কিতে তাঁকে আক্রমণ করে বসবে, সেটি সম্ভবত কল্পনাও করে উঠতে পারেননি আকাশ। অল্প দূরেই দাঁড়িয়েছিল প্রাণীটি। মুহূর্তের মধ্যে যুবককে শুঁরে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে সে। এদিকে ছেলের খোঁজে রাতভর হন্যে হয়ে ঘুরে থাকতে বাবা অভিজিৎ দাস। পর দিন সকাল, যখন আকাশের দেহ উদ্ধার হয়, তখন দেখা যায় এক পা ভেঙে পড়ে রয়েছেন যুবক। এই ঘটনার আগে, গত মার্চ মাসেও হাতির হানায় এক মহিলার প্রাণ গিয়েছিল। বার বার এই প্রাণহানির ফলে সাধারণ মানুষের মনে যথেষ্ট ক্ষোভও রয়েছে।
মৃতের তালিকায় নতুন সংযোজন বিকাশ রাভা।
আরও পড়ুন:কবে আসবে বর্ষা? আজও কি অস্বস্তিকর আবহাওয়া কলকাতায়?