Murshidabad News: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে সন্দেহ, বাড়িতে ডেকে গলার নলি কেটে প্রতিবেশিকে খুনে ধৃত স্বামী
Crime News: মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল (Murder Allegation)। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad News) শক্তিপুর থানা এলাকার ঘটনা।
মুর্শিদাবাদের শক্তিপুরে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশীকে খুন!
স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)।
মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী ফিরদৌসের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে মনে সন্দেহ তৈরি হয়েছিল আখতারুল শেখের।
অভিযোগ, এই অবস্থায় বুধবার স্ত্রীকে দিয়ে ফোন করিয়ে ফিরদৌসকে ডেকে পাঠান আখতারুল। তার পর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করেন। অভিযুক্তের স্ত্রী সনিয়া বিবি বলেন, "বাড়ি থেকে বেরিয়ে গেল...খোঁজ পাচ্ছিলাম না...পরে শুনলাম মেরে দিয়েছে।"
খুনের পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে অভিযোগ
নিহতের প্রতিবেশী লালা শেখ বলেন, "বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতাম না আমরা।" পুলিশ সূত্রে খবর, ঘটনার পর, নিজেই থানায় গিয়ে ধরা দেন অভিযুক্ত। খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
আচমকা গায়ে এসে পড়ল সবুজ তরল, চিৎকার করতেই ছুট দুষ্কৃতীর, উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা!
এ দিকে, উত্তরপাড়ায় (Uttarpara News) যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ (Acid Attack)। ওই যুবতীকে লক্ষ্য করে অ্য়াসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। তাতে আক্রান্ত হয়েছেন ওই যুবতী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আক্রান্ত যুবতী জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। শান্তিনগর রেশন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়েন এক ব্যক্তি।
বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনায় খুনের মামলা পুলিশের
এ দিকে, কাঁকিনাড়ায় বোমা ফেটে ৭ বছরের শিশু মৃত্যু ও ১০ বছরের বালকের গুরুতর জখম হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গতকাল সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়। ওই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু করল ভাটপাড়া থানার পুলিশ। ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা।