North 24 Parganas: কোলে শিশু থাকা অবস্থাতেই মহিলাকে গুলি করার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন মহিলা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ৩ মাস আগে বিচ্ছেদ, তারপরও প্রাক্তন স্ত্রীর ওপর আক্রোশ। ৩ বছরের শিশু কোলে থাকা অবস্থাতেই মহিলাকে গুলি করার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মিনাখাঁর (Minakha) ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন মহিলা। অভিযোগ, গতকাল রাতে সেখানে হাজির হয়ে প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান রবিউল সর্দার নামে ওই ব্যক্তি। মহিলার ডানহাতের কব্জিতে গুলি লাগে। বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan National Medical College Hospital) ভর্তি রয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। অভিযুক্ত পলাতক।
উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মিনাখাঁয় (Minakha) বিচ্ছেদের পর ফের বিয়েতে রাজি না হওয়ায় মহিলাকে গুলি করার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। মহিলার ডানহাতের কব্জিতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। অভিযুক্ত পলাতক।
প্রাক্তন স্ত্রী-কে ফের বিয়ের প্রস্তাব: বিবাহ বিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে ফের বিয়ের প্রস্তাব! তাতে রাজি না হওয়ায় চূড়ান্ত বচসা! প্রাক্তন স্ত্রীয়ের কোলে শিশুকে দেখেও, সটান গুলি চালিয়ে দিলেন যুবক! চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ মালঞ্চ মৌলিতে। স্থানীয় সূত্রে খবর, ৩ বছর আগে বসিরহাটের রবিউল সর্দারের সঙ্গে বিয়ে হয় মিনাখাঁর রুকসানা পারভিনের।
প্রস্তাবে রাজি না হওয়ায় আক্রমণ: মাস চারেক আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। পরিবার সূত্রের দাবি, সম্প্রতি, রুকসানাকে ফের বিয়ে করার প্রস্তাব দেন রবিউল। অভিযোগ, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় রুকসানাকে হুমকি দিচ্ছিলেন তিনি। রবিউলের সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে থাকছিলেন মহিলা।
অভিযোগ, রবিবার রাতে সেখানে হাজির হয়ে প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে পরপর ৩ টি গুলি চালান রবিউল। রুকসানার ডান হাতের কব্জিতে গুলি লাগে। রাতেই তাঁকে নিয়ে আসা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। পলাতক রবিউল সর্দারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ঠাকুমা ও নাতি খুনের ঘটনার নেপথ্যে পরিচিত কেউ। তদন্তে নেমে তেমনই অনুমান পুলিশের। জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের পাশেই দিনেদুপুরে কীভাবে ঘটল এমন জোড়া খুনের ঘটনা? কেন কেউ কিছু টের পেলেন না? উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
নৃশংস ঘটনা:
মাথায় ভারী কিছু দিয়ে আঘাত। ঠাকুমার সঙ্গে খুন ১২ বছরের নাতিকেও। দিনেদুপুরে যেখানে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। তার পাশেই রয়েছে জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্র। আর এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।