WB News Live Updates: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, এসএসসির চেয়ারম্যানের হলফনামা তলব হাইকোর্টের
WB News Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
কলকাতা : পরীক্ষায় ফেল করেও গ্রুপ ডি চাকরি ! গ্রুপ ডি-তে (Group D) ৯০ জনের ভুয়ো চাকরি মামলা। এসএসসি রিপোর্ট (SSC Report) অসম্পূর্ণ, ফের রিপোর্ট তলব হাইকোর্টের । নির্দিষ্ট ৩ প্রশ্নের উত্তর চাইল আদালত। মেধা তালিকা না থেকেও চাকরি কীভাবে ? মেধা তালিকায় পিছনে থাকাদের নিয়োগ কীভাবে ? জাতিগত সংরক্ষণ মানা হয়েছে ? ১৭ মার্চের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ এসএসসি কে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
পানীয় জলের সংকট না মেটায়, জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারকে খালি জলের বোতলের মালা পরালেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। দীর্ঘদিন ধরেই একাধিক গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে, পাইপলাইনে সমস্যার কারণেই এই সংকট দেখা দিয়েছে। এদিন ইঞ্জিনিয়ার এলাকায় গেলে, তাঁকে খালি বোতলের মালা পরিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। হাতে খালি বালতি নিয়ে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় ইঞ্জিনিয়ারকে।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের। ১৫ জানুয়ারি শিকল বাঁধা অবস্থায় বেজির সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ ওঠে শ্রাবন্তীর বিরুদ্ধে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব অভিনেত্রীকে। জিজ্ঞাসাবাদের পর শ্রাবন্তীর দাবি, 'শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।'
রাজ্য মন্ত্রিসভায় দফতরের রদবদল হল। পরিবহণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব গেল ফিরহাদ হাকিমের হাতে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। চন্দ্রিমাকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল। এই রদবদলের ফলে মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেলেন ফিরহাদ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ হাতে করে কোনওরকমে দেশে ফিরেছেন দুর্গাপুরের যমজ বোন। দেশে ফিরেও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। এবার মেডিক্যাল কোর্সের কী হবে? তা নিয়েই বাড়ছে দুশ্চিন্তা।
WB News Live Updates : সিমেস্টারে ১জন ছাত্র উত্তীর্ণ হতে না পারায় বসিরহাট কলেজে তাণ্ডব
সিমেস্টারে ১জন ছাত্র উত্তীর্ণ হতে না পারায় বসিরহাট কলেজে তাণ্ডব। টিএমসিপির বিরুদ্ধে কলেজে ভাঙচুর, শিক্ষক নিগ্রহের অভিযোগ। পড়ুয়াদের ক্ষোভ, এতে সংগঠনের কোনও যোগ নেই, অভিযোগ উড়িয়ে দাবি টিএমসিপির।
WB News Live : গরম পড়তেই রানিগঞ্জের একাধিক গ্রামে তীব্র জলসঙ্কট
গরম পড়তেই রানিগঞ্জের একাধিক গ্রামে তীব্র জলসঙ্কট। প্রতিবাদ জানাতে সরকারি আধিকারিককে খালি বোতলের মালা পরালেন তৃণমূল নেতা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, সাফাই পঞ্চায়েতের। ট্যাঙ্কারের সাহায্যে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে, জানাল ব্লক প্রশাসন।
WB News Live Updates : ‘নাম বদলে’ হুঁশিয়ারি
প্রকল্পে টাকা ঢালবে কেন্দ্র, আর কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাবে রাজ্য! এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমনটা চলতে থাকলে রাজ্যকে টাকা দেওয়া হবে না। কলকাতায় এসে এভাবেই সুর চড়ালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল।
WB News Live : দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জোড়া হত্যাকাণ্ড
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জোড়া হত্যাকাণ্ড। ডাক্তার দেখানোর নাম করে ডেকে এনে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। দুই স্ত্রী-র মধ্যে অশান্তির জেরে খুন বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। এমনটাই দাবি তদন্তকারীদের।
WB News Live Updates : KYC আপডেটের নামে মেসেজ পাঠিয়ে প্রতারণা
KYC আপডেটের নামে মেসেজ পাঠিয়ে প্রতারণার অভিযোগ। হাওড়ার শিবপুরের বাসিন্দার অভিযোগ, লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতেই ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এখনই সতর্ক হোন, বলছেন সাইবার বিশেষজ্ঞরা।