ওয়েইসির সিএএ-বিরোধী সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলা সেই তরুণীর জামিনের আবেদন নাকচ আদালতের
"আবেদনকারীকে জামিন দিলে, তিনি ফের একই ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারেন...": বিচারক
![ওয়েইসির সিএএ-বিরোধী সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলা সেই তরুণীর জামিনের আবেদন নাকচ আদালতের Bengaluru: City court rejects bail plea of student leader Amulya Leona who shouted 'Pakistan Zindabad' ওয়েইসির সিএএ-বিরোধী সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলা সেই তরুণীর জামিনের আবেদন নাকচ আদালতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/12012208/amulya.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: গত ফেব্রুয়ারি মাসে সিএএ-বিরোধী জনসভায় মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসির উপস্থিতিতে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তোলা তরুণী অমূল্য লিওনার জামিন খারিজ করল বেঙ্গালুরুর একটি আদালত।
১৯ বছর বয়সী ছাত্রীর জামিন খারিজ করতে গিয়ে অতিরিক্ত দায়রা ও নগর আদালতের বিচারক বিদ্যাধর শ্রীরাহট্টি জানান, পুলিশি তদন্ত এখনও শেষ হয়নি। তদন্তকারী অফিসার এখনও চার্জশিট দাখিল করেননি। যে কারণে, আবেদন খারিজ করা হচ্ছে।
বিচারক আরও বলেন, আবেদনকারীকে জামিন দিলে, তিনি পালিয়ে যেতে পারেন, অথবা আবার একইধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারেন, যাতে সার্বিক শান্তি বিঘ্নিত হতে পারে। যে কারণে, তাঁর জামিনের আবেদন খারিজ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে হিন্দু মুসলিম শিখ ইসাই ফেডারেশন আয়োজিত সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী জনসভায় প্রো-পাকিস্তানি স্লোগান তোলেন ছাত্র-নেত্রী অমূল্য। ওই সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন মিম নেতা তথা হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি অমূল্যকে আটকানোর চেষ্টা করেন।
এরপরই, অমূল্যকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে, তাঁকে ১৪-দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)