এক্সপ্লোর
Advertisement
দাম ২০,০০০ টাকারও কম, এই গরমে কিনতে পারেন এই এসিগুলো
ই কমার্স সাইট ফ্লিপকার্টে এই সব এসি-তে ভাল অফারও রয়েছে।
নয়াদিল্লি: গরম বাড়ছে। কদিন বাদে ফ্যানের হাওয়াতেও আর স্বস্তি পাবেন না, কুলারও ব্যর্থ হবে ঘর ঠাণ্ডা করতে। ভাবুন তো, দুপুর আড়াইটের সময় তেতে ওঠা চার দেওয়ালের মধ্যে তিষ্ঠোতে পারবেন কি? চলুন, দেখে নেওয়া যাক, সস্তার কিছু এয়ার কন্ডিশনারের খবর, যেগুলোর দাম ২০,০০০ টাকাও নয়। ই কমার্স সাইট ফ্লিপকার্টে এই সব এসি-তে ভাল অফারও রয়েছে।
ভোল্টাস ০.৮ টন ৩ স্টার স্প্লিট এসি
ভোল্টাস টাটার ব্র্যান্ড। ঘরের আকার ৯০ বর্গ ফুট হলে এই ০.৮ টন ৩ স্টার স্প্লিট এসি আপনার জন্য একেবারে ঠিক। এতে নো কস্ট ইএমআই-এর সুবিধেও রয়েছে।
মিডিয়া ১.০ টন ৩ স্টার স্প্লিট এসি
১ টনের এই এসিতে রয়েছে কপার কন্ডেন্সার। ৯০ বর্গ ফুট ঘরের জন্য একদম ফিট। এর দাম ১৮,৯৯৯ টাকা, নো কস্ট ইএমআইয়ের সুবিধে রয়েছে।
ব্লু স্টার ০.৭৫ টন ৩ স্টার উইন্ডো এসি
যদি উইন্ডো এসি লাগানোর সুযোগ থাকে তবে এই এসির কথা ভাবতে পারেন। তবে ঘরের আকার ৯০ বর্গ ফুট হতে হবে। এর দাম ১৯,৪৯০ টাকা। এটিও পাওয়া যাচ্ছে নো কস্ট ইএমআই-তে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement