Bird Flu: নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক, ২ রাজ্যে মাংস-ডিম খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ
Bird Flu Concerns: চিকিৎসা বিজ্ঞানে বার্ড ফ্লু হাইলি প্য়াথজনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত।

নয়াদিল্লি: নতুন করে বার্ড ফ্লুর দাপট দক্ষিণের একাধিক রাজ্যে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানায় সংক্রমণ বাড়ছে। সেই আবহেই একাধিক জায়গায় মুরগি আমদানি ও রফতানি নিষিদ্ধ করা হল। মুরগি বিক্রির উপর আপাতত চাপানো হল নিষেধাজ্ঞা। তিন মাসের জন্য পোলট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হটেছে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে ২৪ টি চেক পোস্ট তৈরি করেছে তেলঙ্গানা সরকার। পোলট্রি সামগ্রী আমদানি -রফতানির উপরও নজরদারি। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পোলট্রি ব্যবসায়ীরা। (Bird Flu)
চিকিৎসা বিজ্ঞানে বার্ড ফ্লু হাইলি প্য়াথজনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত। হাঁস, মুরগি থেকে এই রোগে সংক্রমিত হন মানুষও। দক্ষিণের একাধিক রাজ্যে এই মুহূর্তে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। অবিভক্ত কৃষ্ণাতেও পরিস্থিতি উদ্বেগজনক। সেই নিয়ে সতর্ক করেছে National Institute of High Security Animal Diseases. আর তাতেই মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি, জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। সংক্রমিত এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি প্রসানথি। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। (Bird Flu Concerns)
পাশাপাশি সংক্রমণ রুখতে জেলার একাংশেl আপাতত তিন মাস পোলট্রি বন্ধ রাখতে বলা হয়েছে। সংক্রমিত পোলট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্য়ে মুরগি মেরে ফেলে সেগুলিকে পুড়িয়ে ফেলা হচ্ছে নিয়ম মেনে। পরিযায়ী পাখিদের মাধ্য়মে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্য়াল ক্য়াম্প। মানবদেহে এই রোগ সংক্রমণ ছড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে ৬৫টি টিম। উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে বলা হয়েছে চিকিৎসকদের।
অন্ধপ্রদেশের পাশাপাশি, তেলঙ্গানাতেও বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যের পশুপালন দফতর ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানা এলাকায় তৈরি করা হয়েছে ২৪টি চেক পোস্ট। পোলট্রি সামগ্রী আমদানি রফতানির উপর নজরদারি চালানো হচ্ছে। অনিয়ম দেখলে তেলেঙ্গনার সমস্ত জেলাশাসককে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের সরকার। পাশাপাশি, আপাতত কিছুদিনের জন্য মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করতে আর্জি জানিয়েছে রাজ্যের সরকার। অসুস্থ পাখিদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। ছুঁয়ে ফেললেও ভাল করে হাত পরিষ্কার করা প্রয়োজন বলে জানিয়েছে। হেল্পলাইন নম্বর ০৪০-২৩৩১৪৮৭৬ চালু করেছে তেলঙ্গানা পুলিশ। সংক্রমণের ইঙ্গিত মিললেই জানাতে বলা হয়েছে।
এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গেও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হয়। তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য। নভেম্বর মাস থেকেই সংক্রমণ ছড়ানো নিয়ে সতর্ক তারা।
বার্জ ফ্লু আতঙ্কের মধ্যে দুই রাজ্যেই মুরগির মাংসের দামে পতন দেখা দিয়েছে। হায়দরাবাদে মুরগির মাংসর দাম কেজিতে এখন ৯০ টাকা। কয়েক দিন আগে পর্যন্তও তা ১৩০ টাকা ছিল। এর ফলে পোলট্রি ব্যবসায়ীরা চিন্তিত। মাংস এবং ডিমের দাম আরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
