![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NaMo App: 'নমো অ্যাপে' বাংলায় নয়া প্রচার বিজেপির, সম্মেলনে হাজির থাকবেন মোদি
BJP NAMO App: এই অ্যাপের মাধ্যমে রাম মন্দির উদ্বোধন থেকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রচার করবে গেরুয়া শিবির
![NaMo App: 'নমো অ্যাপে' বাংলায় নয়া প্রচার বিজেপির, সম্মেলনে হাজির থাকবেন মোদি BJP's new campaign in 'Namo app' in Bengal, Modi will be present at the conference NaMo App: 'নমো অ্যাপে' বাংলায় নয়া প্রচার বিজেপির, সম্মেলনে হাজির থাকবেন মোদি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/11c1813a85a7f807ede2ffc127a2033d1705163105852223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অমিত শাহ (Amit Shah)-জেপি নাড্ডার (JP Nadda) নির্দেশ মতো এবার ডিজিটাল মাধ্যমে (Digital Media) প্রচারে জোর দিচ্ছে বঙ্গ (West Bengal) বিজেপি (BJP)। নমো অ্যাপের (NaMo App) মাধ্যমে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন থেকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রচার করবে গেরুয়া শিবির। ২৫ জানুয়ারি নতুন ভোটারদের নিয়ে 'নমো নব মতদাতা সম্মেলন'- এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।
লক্ষ্য লোকসভা ভোট। বাংলায় ৩৫টি আসন দখলের টার্গেট হিট করতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। এই প্রেক্ষাপটে, গত ২৬ ডিসেম্বর কলকাতায় এসে ডিজিটাল মাধ্যমে প্রচারে জোর দেওয়ার কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই মতো এবার নমো অ্যাপের মাধ্যমে প্রচারে নামছে রাজ্য বিজেপি।
এই অ্যাপের মাধ্যমে রাম মন্দির উদ্বোধন থেকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রচার করবে গেরুয়া শিবির। ডিজিটাল মাধ্যমে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন এদিন কলকাতায় আসেন। রাজ্য সভাপতির উপস্থিতিতে সাংসদ-বিধায়ক থেকে জেলা-মোর্চা নেতৃত্ব এই বিশেষ কর্মশালায় অংশ নেন। ঠিক হয়েছে, এই নমো অ্যাপের মাধ্যমে ফান্ড সংগ্রহের পাশাপাশি বিকশিত ভারত কর্মসূচিতেও জোর দেওয়া হবে।
এর পাশাপাশি, ২৫ জানুয়ারি নতুন ভোটারদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। 'নমো নব মতদাতা সম্মেলন'- নামে এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী। শনিবার, দিল্লিতে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।
রাজ্য়ের ২০০টি জায়গায় এই 'নমো নব মতদাতা সম্মেলন' করবে বিজেপি যুব মোর্চা।পাশাপাশি, নতুন ভোটারদের জন্য় বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।
২৫ জানুয়ারি সম্মেলনের আগে ১৩ থেকে ১৬ জানুয়ারি বিভিন্ন শপিং মল, স্টেশন ও কলেজ চত্বরে প্রচার করবে বিজেপি যুব মোর্চা। ১৭ থেকে ২০ জানুয়ারি বিভিন্ন বিধানসভা এলাকায় পদযাত্রা করা হবে।
আরও পড়ুন, চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যার পথ-ঘাট, ২ কোটি টাকার বরাত পেল বাংলার আলোক শিল্পীরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)