Ram Mandir:চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যার পথ-ঘাট, ২ কোটি টাকার বরাত পেল বাংলার আলোক শিল্পীরা
Ayodhya Ram Mandir:দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথ ঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার থেকেই শুরু ধর্মীয় অনুষ্ঠান। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারের বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। অন্যদিকে, অযোধ্যায় রামমন্দিরে থাকবে চন্দননগরের (Chandannagar) আলোর ছোঁয়া।
দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথ ঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। প্রায় দেড়শো আলোক শিল্পী রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। যোগী রাজ্যে থেকে প্রায় দু কোটি টাকার বরাত পেল চন্দননগর, এমনটাই খবর।
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের বহু অতিথি রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন। মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। দেড়শো জন আলোক শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে হুগলি থেকে। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো থাকবে। আলোর মাধ্যমে রাম লক্ষ্মণ সীতা হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে। বিশেষ ভাবে থাকছে পদ্মফুলের আলো। ৩০০ টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার স্ট্রাকচারের উপর নতুন ধরনের এলিডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো। যা সহজে নষ্ট হবে না।
আরও পড়ুন, 'মানুষের সেবাই ধর্ম', নিত্যদিন হাসিমুখে রোগী দেখে চলেন প্রচারবিমুখ 'বিনে পয়সার' এই ডাক্তার
প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে। কিছু আলোক সজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে তেমনি অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ হবে। ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোক শিল্পীরা। রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে আশাবাদী আলোক শিল্পীরা।
এদিকে, রবিবার থেকেই রাম মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কাজ শুরু হচ্ছে। রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন ও পুজো হবে। বিকেলে রামলালার অভিষেক অনুষ্ঠান রয়েছে। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে, হনুমানের উদ্দেশে আহুতি দেবেন সাধুরা। তৈরি করা হয়েছে ১০০৮টি যজ্ঞকুণ্ড। সারা দেশ থেকে আসতে শুরু করেছেন সাধু, সন্ন্যাসীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে