এক্সপ্লোর
Advertisement
বিজেপি দুর্নীতির পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, নজর ঘোরাতে দাঙ্গা করাচ্ছে:মমতা বন্দ্যোপাধ্যায়
# শিশু জন্মের সঙ্গেই বলছে আধার কার্ড চাই
# মিড-ডে মিল খেলে আধার কার্ড চাই
# মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে
# ফেসবুকে উল্টোপাল্টা লিখলেই পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন
# আপনারাই পাহারাদার হোন, তৃণমূল কংগ্রেস কর্মীরা পাহারা দিন
# ফেসবুকেক আমি সম্মান করি, ফেকবুককে নয়
# নোট বাতিলের নামে কোটি কোটি টাকা নিয়েছে বিজেপি
#নোটবাতিল কাণ্ডের ফলে দেশে কর্মসংস্থান কমে গেছে
# দেশের গ্রোথ কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে
# ১২ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছে
# আমরা কৃষকদের খাজনা মকুব করে দিয়েছি
# ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট বেড়েছে
# ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে না
# বিজেপি দুর্নীতির পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে
# সেটা ভুলিয়ে দিতেই দাঙ্গা বাধাচ্ছে
# পুলিশের শান্তিবাহিনীর সঙ্গে থাকুন, সাহায্য করুন
# দাঙ্গার জন্য গুজব রটালে সেটা আটকাবেন
# গুজবে কেউ কান দেবেন না
# তৃণমূল কংগ্রেস কর্মীরা গুজব যাতে না ছড়ায় দেখবেন
# কেউ দাঙ্গা করতে আসছে বুঝলে তাড়া করবেন
# ৯ অগাস্ট থেকে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন
# এলাকার বিশিষ্ট মানুষদের, সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আন্দোলন
# বাংলায় সব সংস্কৃতিপ্রেমী মানুষ নিরাপদ
# দিল্লিতে অমর্ত্য সেনও নিরাপদ নয়
# বাংলা সনিয়াজির পাশে আছে
# বাংলা বিজেপি-র বিরুদ্ধে যারা আছে, তাদের সবার পাশে আছে
# ভয় পাবেন না চিন্তা করবেন না
# বাংলার ছেলে-মেয়েরা কর্মসংস্থানের জন্য চিন্তা করবেন না
# নতুন নতুন কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে
# কেউ কেউ বলছে বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেবে
# চুনোপুঁটির থেকেও যে চুনো, সেও বলছে আগুন লাগাবে
# সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে
# তাদের বিরুদ্ধে কথা বললে নানাভাবে বিপদে ফেলা হচ্ছে
#বিজেপি দুর্নীতির পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, নজর ঘোরাতে দাঙ্গা করাচ্ছে
# যত আঘাত করবে, তত বাড়বে তৃণমূল
# নোটবন্দির নামে দুর্নীতি চলছে, তদন্ত চাই
# দেশের অর্থনীতিতে ধস নেমেছে
# স্টিং অপারেশন আমরা মানি না
# নারদা মামলা কেন এখনও শেষ হচ্ছে না
# একজন একজন করে সবাইকে ডাকছে
# একুশে জুলাইয়ের আগে ফিরহাদ, সুব্রতকে ডাকা হচ্ছে
# আসলে সম্মানহানির চেষ্টা, আমরা সম্মানহানির মামলা করব
# মোবাইলে লিঙ্ক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের চেষ্টা
# কে কী পড়বে, কে কী খাবে তাও ঠিক করে দেবে
# ২০১৯ সালে বড়দা বিদায় হবে দেখবেন
# নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ, গোরক্ষকের নামে গোরাক্ষস তৈরি হয়েছে
# বিজেপির কর্মীদের হাজার হাজর দুর্নীতি, তখন সিবিআই, ইডি কেউ নেই
# ২১ জুলাইয়ের রিপোর্ট জমা পড়েছে, চক্রান্ত করে মারা হয়েছিল আমাদের কর্মীদের সেদিন
# যারা মার খেয়েছিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল
# কমিশনের রিপোর্ট মেনে সব মামলা তুলে নিলাম আমরা
# কমিশনের সুপারিশ অনুযা, সরকারের পক্ষ থেকে শহিদ পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে’
# সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে
# তৃণমূল সরব বলে কন্ঠরোধের চেষ্টা চলছে
# ২১ জুলাই নতুন করে শেখার দিন: মমতা বন্দ্যোপাধ্যায়
# আগামী বছর পঁচিশে পা দেবে একুশে জুলাই। আগামী বছর এটা অঙ্গীকার দিবস হিসেবে পালিত হবে : মমতা বন্দ্যোপাধ্যায়
# একুশে জুলাই মানে ফিরে দেখা, মায়ের রক্ত, নতুন, আশা, নতুন ভাষা, নতুন বিশ্বাস, নতুন দীক্ষা, নতুন ভোর, নতুন সূর্য, গণতন্ত্র, বাঁচার লড়াই: মমতা বন্দ্যোপাধ্যায়
# একুশে জুলাই মাথা নত করে না, ভয় পায় না:মমতা বন্দ্যোপাধ্যায়
# একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য পেশ করছেন: মমতা বন্দ্যোপাধ্যায়
# তৃণমূলে যোগ দিলেন প্রনতি ঠাকুর
# বিজেপির বুদ্ধিসুদ্ধি লোপ পেয়েছে কবীর সুমন
# অভিনেত্রী ইন্দ্রাণী হালদার তৃণমূলে যোগ দিলেন
# মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
# সমাবেশে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
# কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
# আমাদের লড়াই সিপিএম-বিজেপির বিরুদ্ধে, তৃণমূল বিশুদ্ধ লোহা অভিষেক
# যারা বলেছিল ভাগ মমতা ভাগ, তাদেরতো মাইক্রোস্কোপেও দেখা যাচ্ছে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়
# বাংলাকে ভাগ করা যাবে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়
# তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, যত আঘাত করবে তত বলিষ্ঠ হবে দল : অভিষেক
# তৃণমূলের বিরুদ্ধে কুত্সা করে লাভ নেই : অভিষেক
# কোনও অবস্থাতেই বাংলা ভাগ হতে দেব না: সুদীপ বন্দ্যোপাধ্যায়
# বাংলাকে বঞ্চনা কেন্দ্রের, সরব হলেই টুঁটি চেপে ধরার প্রবণতা দেখা যাচ্ছে : সুদীপ বন্দ্যোপাধ্যায়
# সংসদ থেকে সীমান্ত সর্বত্র অস্থিরতা : সুদীপ বন্দ্যোপাধ্যায়
# দেশজুড়ে ভয়ানক অস্থিরতা চলছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
# একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দীর্ঘ জেলের জীবন কাটিয়ে তিনি আজ ফের জনসমক্ষে। এবং একুশে জুলাই সেটা আসতে পেরে তিনি গর্বিত, অহংকৃত
# এবার বক্তব্য রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
# কন্যাশ্রীর বিশ্বজয়ে আমরা গর্বিত:বিনয়কৃষ্ণ
#বাল্যবিবাহের সংখ্যা কমেছে: বিনয়কৃষ্ণ
#বিভাজনের রাজনীতি রুখতেই হবে সুব্রত মুখোপাধ্যায়
# আমাদের সামনে এখন অনেক লড়াই:সুব্রত মুখোপাধ্যায়
# বাংলার মাটিতে হিংসার জায়গা নেই:সুব্রত মুখোপাধ্যায়
# কর্মীরাই তৃণূমলের সম্পদ:পার্থ
# প্রতিশ্রুতি নয় কাজে বিশ্বাস করি আমরা:পার্থ
#বাংলার উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য, এই বলে নিজের বক্তব্য শেষ করেন পার্থ চট্টোপাধ্যায়
# তৃণমূলের আন্দোলন মানুষের জন্যে:পার্থ
# বাংলার আশা, ভরসার নাম মমতা
# ঠিক বারোটা বেজে পাঁচ মিনিটে একুশে জুলাইয়ে মঞ্চ থেকে বক্তব্য পেশ করা শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্ভভারতীয় সভাপতি পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা: আজ, শুক্রবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কার্যত স্তব্ধ মহানগরী। সকাল দশটার পর থেকেই শহরের বড় কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত । যেসব রাস্তা মিছিলের দখলে চলে গিয়েছে সেগুলি হল, স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, এ জে সি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড।
মিছিলের কারণে যে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোর বিকল্প কয়েকটি রাস্তা পুলিশ বেছে দিয়েছে। মিছিলের জন্য হাওড়া থেকে আসা উত্তর কলকাতামুখী গাড়ি কালীকৃষ্ণ ঠাকুর রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে পাঠানো হচ্ছে। আর দক্ষিণ কলকাতামুখী গাড়িগুলিকে ব্রেবোর্ন রোড, বি বা দী বাগ হয়ে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, উত্তর কলকাতা থেকে আসা হাওড়ামুখী গাড়ি মহাত্মা গাঁধী রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে আর্মেনিয়ান ঘাট হয়ে হাওড়া ব্রিজে যাচ্ছে। সভার জন্য চিত্তরঞ্জন অ্যাভিনিউ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণমুখী গাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউ ও বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে বি বা দী বাগে পাঠানো হচ্ছে। এ ছাড়াও মৌলালি থেকে দক্ষিণমুখী গাড়ি সিআইটি রোড, পার্ক সার্কাস দিয়ে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে বাস ও অটোর সংখ্যা কমে যাওয়ায় নাজেহাল নিত্যযাত্রীরা। যে কটি বাস রাস্তায় নেমেছে, তাতে বাদুড়ঝোলা ভিড়। ঠাসাঠাসি ভিড়ে বাসে উঠতে না পেরে, স্কুলপড়ুয়া কচিকাঁচাদের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে অভিভাবকরা। সময়মতো অফিসে পৌঁছনোর তাড়ায় বাড়ি থেকে আগে বের হলেও, দীর্ঘক্ষণ বাসের দেখা মেলেনি বলে অভিযোগ অফিসযাত্রীদের।
গত ২ দিন ধরেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement