এক্সপ্লোর
পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেফতার ৩

ফাইল ছবি
কলকাতা: ট্রাফিক আইন নিয়ে এত কড়াকড়ির মধ্যেও কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। এবার পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বেপরোয়া বাইক আরোহীদের বিরুদ্ধে। আজ সন্ধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তার পাশে ক্যুইক রেসপন্স টিমের একটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকাই কিউআরটি ভ্যানের পিছনে দাঁড়িয়ে ক্রমাগত হর্ন বাজাতে শুরু করে ২ বাইক আরোহী। পুলিশ কর্মীরা পাল্টা প্রশ্ন করলে বচসায় জড়িয়ে তারা। অভিযোগ, বাইক চালক ও তাঁর সঙ্গী দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। এই সময় বাইক আরোহীদের আরও ১ সঙ্গী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে তারা। বউবাজার থানার পুলিশ গিয়ে ৩ জনকে গ্রেফতার করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















