এক্সপ্লোর
Advertisement
লাল লিপস্টিক লাগানোয় মাকে শুনতে হয়েছিল কটু কথা, প্রতিবাদে অভিনব এই পথ বেছে নিল ছেলে
পারিবারিক এক অনুষ্ঠানে আমার ৫৪ বছরের মাকে কাছের আত্মীয়দের থেকে কটু কথা শুনতে হয়েছে। তাঁর অপরাধ নাকি ৫৪ বছর বয়স হয়ে গেলেও ঠোঁটে লাল লিপস্টিক লাগানো!
কলকাতা: নেহাত মনের ইচ্ছেপূরণ করতে লাগিয়েছিলেন লাল লিপস্টিক। কিন্তু দূর্ভাগ্যবশত কাছের আত্মীয়দের থেকেই শুনতে হয়েছিল কটু কথা। কাছের আত্মীয়রাই আড়ালে আবডালে প্রশ্ন তুলেছিলেন চরিত্র নিয়ে। কারণ, তাঁর বয়স ৫৪!
মায়ের এহেন হেনস্থা প্রবল প্রভাব ফেলেছিল ছেলের মনে। আত্মীয়দের বার্তা দিতে তথা সমাজের একশ্রেণির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে ছেলে বেছে নিল অভিনব প্রতিবাদের রাস্তা। মুখে একগাল দাড়ি থাকা অবস্থাতেই ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে ছেলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে ঘটনাক্রমের বিবরণও দিয়েছে কলকাতার বাসিন্দা পুষ্পক সেন।
সোশ্যাল মিডিয়ায় পুষ্পকের যে ছবি ও বক্তব্য এই মুহূর্তে ভাইরাল। সে লিখেছে, পারিবারিক এক অনুষ্ঠানে আমার ৫৪ বছরের মাকে কাছের আত্মীয়দের থেকে কটু কথা শুনতে হয়েছে। তাঁর অপরাধ নাকি ৫৪ বছর বয়স হয়ে গেলেও ঠোঁটে লাল লিপস্টিক লাগানো! যখন এই আলোচনা আত্মীয়রা চালাচ্ছেন তখন সেখানে সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে উপস্থিত তাঁদের সন্তানরাও হাজির ছিল।
তাই দাড়িওয়ালা মুখে লাল লিপস্টিক লাগিয়ে আমার মা ও সমস্ত মা, বোনদের পাশে দাঁড়াতে চাই। নিরাপত্তাহীনতায় ভোগা একশ্রেণির লোকজনের জন্য আমাদের সমাজটা আজ বিষাক্ত। তাদের বলতে চাইব, আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি। আর সব ভাইদের কাছেও আবেদন করব, মহিলাদের হেনস্থা হতে দেখলে নিজেদের মতো করে প্রতিবাদ করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement