বদলি নিয়ে স্বাস্থ্যভবনে বিক্ষোভ, আচমকা অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু
কলকাতা: বদলির অর্ডার নিয়ে স্বাস্থ্যভবনে তুলকালাম। বিক্ষোভের সময় অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু। স্বাস্থ্যসচিবের ঘরের সামনে ভাঙচুর। ঘটনাস্থল সল্টলেকের স্বাস্থ্যভবন। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার সন্ধ্যায়। স্বাস্থ্য দফতেরর বিভিন্ন বিভাগের ২০১ জন কর্মীকে সাময়িকভাবে বিভিন্ন জেলায় বদলির নির্দেশ জারি হয়। যাঁদের মধ্যে ৬৮ জন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। বিদলির নির্দেশের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যভবনের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। বাম কর্মী সংগঠনের সদস্যদের পাশাপাশি, অবস্থানে যোগ দেন শাসকদেল কর্মী সংগঠনের একাংশও। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বাম কর্মী সংগঠনের সদস্য কাজল বন্দ্যোপাধ্যায়। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৫১ বছরের ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন সিপিএম নেতারা। মৃত্যুর খবর জানাজানি হতেই রণক্ষেত্র হয়ে ওঠে স্বাস্থ্যভবন চত্বর। স্বাস্থ্যসচিহ অনিল বর্মার অফিসের সামনে শুরু হয় ভাঙচুর। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। মৃত কাজল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হাওড়ার রামরাজাতলায়। ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া। বদলির নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বাস্থ্যসচিব। রাতে কাজল বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাওড়ার বাড়িতে।