মুখ্যমন্ত্রীর বাড়িতে অখিলেশ যাদব, দিলেন বিজেপি-বিরোধী ধর্মনিরপেক্ষ জোট গড়ার আহ্বান

কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে অখিলেশ যাদব বিজেপি-বিরোধিতায় ধর্মনিরপেক্ষ জোট গড়ার আহ্বান। বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন মুলায়ম-পুত্র। রাজনৈতিক মহলে ঘোর মোদী-বিরোধী বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব। এহেন দুই ব্যক্তির বৈঠক তাই রাজনৈতিক দিক দিয়ে সবসময় তাৎপর্যপূর্ণ। দলের রাজ্য সম্মলনে অংশ নেওয়ার ফাঁকে শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৈঠকের পর বললেন, ২০১৯ সালেও লড়াইয়ে আছি, উনি অনেক সিট নিয়ে ক্ষমতায় আসবেন। সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে সবাইকে এক হতে হবে। মমতা বাংলার বড় নেতা। ঘোর মোদী বিরোধী বলে পরিচিত অখিলেশ স্বাভাবিকভাবেই মমতার সঙ্গে বৈঠকের পর বিজেপিকে আক্রমণ করেছেন। বলেন, বাংলার মানুষকে বলব, বিজেপি সম্পর্কে সচেতন থাকুন। সবসময় সাবধানে থাকুন। ওরা যা খুশি করতে পারে। দিদির রোল খুব ভাল। দেশকে বাঁচানো জরুরি। বিজেপির চেষ্টা মিথ্যে। সম্প্রতি নজরুল মঞ্চে দলীয় বৈঠক থেকে বিজেপিকে দিল্লি থেকে হঠানোর ডাক দেন মমতা। বলেন, দিল্লিছাড়া করব, এটা আমার অঙ্গীকার। ওরা আমাদের দলের গায়ে কালি লাগিয়েছে, আমি দিল্লি যেতে চাই না, ক্ষমতা চাইনা, কিন্তু বিজেপি সরাব, কাঠবেড়ালী হব। এরপর গত ২ নভেম্বর মুম্বইয়ের হোটেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরে। তাৎপর্যপূর্ণভাবে এক ঠিক এক মাসের মাথায়, এবার কলকাতায় এসে তৃণমূলনেত্রীর সঙ্গে এক ঘণ্টা বৈঠক করলেন সমাজবাদী পার্টির সভাপতি। বিজেপি অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। মমতা-অখিলেশ বৈঠককে উল্টে কটাক্ষ করছে গেরুয়া শিবির।






















