এক্সপ্লোর
বন্দর এলাকায় মূক-বধির মহিলাকে গাড়িতে গণধর্ষণের চেষ্টা! ধৃত ১

কলকাতা: লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে মূক-বধির মহিলাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার বন্দর এলাকায়। পুলিশের সন্দেহ, ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থেকে নেচার পার্কের পথে। জানা গিয়েছে, গার্ডেনরিচের পিলখানা মোড় থেকে কিছুটা দূরে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন পুলিসকর্মীরা। তাঁদের দাবি, একটি গাড়িকে খুব ধীরে আসতে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা গাড়িটিকে আটকান। পুলিশকে আসতে দেখে তিন যুবক পালিয়ে যায়। ধরা পড়ে একজন। গাড়ি থেকে উদ্ধার হয় তরুণী। গার্ডেনরিচ থানার ওসি মাসরেক আলি বলেন, পুলিশ বুঝতে পারে তরুণী মূক বধির। তাঁর ভাষা বুঝতে বিশেষজ্ঞের সাহায্য নেয় পুলিশ। পুলিশ জানতে পেরেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮ টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন মূক ও বধির তরুণী। পিলখানা মোড়ে তাঁর সামনে এসে থামে একটি গাড়ি। লিফট দেওয়ার নাম করে তাঁকে গাড়িতে তুলে নেয় ৪ যুবক। অভিযোগ, গাড়িতেই ধর্ষণের চেষ্টা করে তারা। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, সম্প্রতি সল্টলেকে গাড়িতে তুলে এত তরুণীকে ধর্ষণের অভিযোগের ঘটনা। গত ২৯ মে রাতে বাগুইআটির বাসিন্দা ওই তরুণীকে পাঁচ যুবক জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গার্ডেনরিচের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ১ জনকে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আটক করা হয়েছে গাড়িটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















